অর্থনীতিনিউজ

SBI-তে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতিমাসে আয় করুণ ৭০ হাজার টাকা, দেখুন কিভাবে

বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। বহু মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন এবং এর বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন। কোনরকম ঝুঁকি ছাড়া সুরক্ষিত সংস্থা হিসেবে সকলেই বেছে নেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে। তবে বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটি অফার নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি বাড়ি বসে আয় করতে পারবেন প্রায় 60,000 টাকা।

SBI এর যে অফারটির মাধ্যমে আপনি ঘরে বসে 60000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন সেটি হল SBI ATMএর ফ্র্যাঞ্চাইজি। আপনি যদি এই ATM ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে চান তবে সেক্ষেত্রে প্রতিমাসে আয় করতে পারবেন মোটা অংকের টাকা। মাসিক 60000 টাকা অর্থাৎ বার্ষিক 7,20,000 টাকা আয় করার সুযোগ পাবেন আপনি। এর জন্য আপনার SBI অ্যাকাউন্ট না থাকলেও চলবে। কিন্তু এর জন্য জনবহুল জায়গায় দরকার পড়বে একটি জমির। এই ফ্রাঞ্চাইজি নিতে গেলে কি কি প্রয়োজন চলুন জেনেনি বিস্তারিতভাবে।

SBI এর ফ্র্যাঞ্চাইসি নিতে গেলে প্রথমেই দরকার হবে ৫০ থেকে ৮০ বর্গফুটের একটি জমির।

এই জমিটি হতে হবে কোন জনবহুল এলাকায়।

জমিটির আশেপাশে ১০০ মিটারের মধ্যে অন্য কোনো স্টেট ব্যাঙ্কের এটিএম(ATM) থাকা চলবেনা।

ATM এর জন্য জমিটি হতে হবে গ্রাউন্ড ফ্লোরে।

ATM এর জন্য সেখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে এবং ১ কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুৎ কানেকশন থাকতে হবে।

ATM টির প্রতিদিন অন্তত ৩০০ টি ট্রানজাকশনের ক্ষমতা থাকতে হবে।

ATM এর ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনাকে প্রথমে ৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। তারপরেই আপনি ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারবেন।