কন্ট্রাক্ট শেষের আগেই কেন ‘গাঁটছড়া’ ছাড়লেন শোলাঙ্কি? ফাঁস হল আসল কারণ

এক সময় খড়ির চরিত্রে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে হঠাৎ করে তিনি ধারাবাহিক ছেড়ে দেন। যার ফলে সকলের মনে প্রশ্ন ওঠে ঠিক কী কারণে ধারাবাহিক ছেড়ে দেন তিনি? সম্প্রতি তার উত্তর পাওয়া গিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সোলাঙ্কি রায়ের সম্পর্কে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির চরিত্রে অভিনয় করতেন তিনি।
তবে হঠাৎ করে ধারাবাহিকে দেখানো হয় খড়ি চরিত্রটির মৃত্যু হয়ে গিয়েছে। এরপরেই সোলাঙ্কি ধারাবাহিক ছেড়ে দেন। সেই সময় শোনা গিয়েছিল তার চুক্তি শেষ হয়ে গিয়েছে বলেই নাকি তিনি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। তবে সম্প্রতি আসল তথ্য উঠে এসেছে। আসলে জানা গিয়েছে ৩১শে মে পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অভিনেত্রীর।
তবে তার ৪০ দিন আগেই তাকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়। যার কারণ হিসেবে জানা গিয়েছে ধারাবাহিক নির্মাতারা আরও ৬ মাস তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভেবেছিলেন। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। আর এই কারণেই নাকি তাকে চুক্তি শেষ হওয়ার আগে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়।
যদিও সম্প্রতি শোনা গিয়েছে খড়ি চরিত্রটিকে ফিরিয়ে আনা হবে। তবে সেখানে সোলাঙ্কিকে দেখা যাবে কিনা সেই বিষয়টি বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই নাকি তাকে ওয়েবসিরিজেও দেখা যাবে। হয়তো এই কারণেই তিনি চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করেছিলেন। তবে আসল বিষয় কী একমাত্র তিনিই বলতে পারবেন।