সুপারস্টার হওয়ার লোভে বদলে ফেলেন পরিচয়! রইল টলিউডের এই তারকাদের আসল নাম

সিনেমা দুনিয়ায় এমন অনেক তারকা আছেন যারা অভিনয় জগতে এসে নতুন নামকরণ করেছেন নিজেদের। তাদের আসল নামের বদলে রেখেছেন এক অন্য নাম। আর সেই নামেই তারা জনপ্রিয় হয়ে ওঠেন। টলিউডেরও এমন কিছু অভিনেতা রয়েছেন যারা নিজেদের নাম বদলে নতুন নামে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদেরই কয়েকজনের নাম নীচে দেওয়া হল।
দেব – বর্তমানে তিনি একজন অভিনেতার পাশাপাশি একজন সাংসদ। তার দায়িত্ব রয়েছে অনেক। বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। দেবের আসল নাম দীপক অধিকারী। তবে তিনি টলিউডে দেব নামেই পরিচিত।
জিৎ – জনপ্রিয় অভিনেতাদের তালিকায় তার নাম উঠে আসবে প্রথমের দিকে। টলিউডের পাশাপাশি বলিউডেও ‘চেঙ্গিজ’ ছবির মধ্যে দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন জিৎ। জিৎ-এর আসল নাম জিতেন্দ্র মদনানী।
বনি সেনগুপ্ত – সম্প্রতি চর্চায় উঠে এসেছিলেন বনি সেনগুপ্ত। টলি পাড়ায় দীর্ঘদিন ধরে অভিনয় করে চলেছেন বনি৷ পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ‘বরবাদ’-এর মধ্যে দিয়ে সিনেমা জগতে প্রবেশ ঘটে তার। তার আসল নাম অনুপ্রিয়।
কোয়েল মল্লিক – টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা হলেন কোয়েল। বর্তমানে টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী তিনি। ২০০৩ সালে টলিউডে ‘নাটের গুরু’ ছবিতে জিৎ-এর বিপরীতে আত্মপ্রকাশ করেন কোয়েল।
যিশু সেনগুপ্ত – টলি পাড়ার পাশাপাশি বলি পাড়াতেও বেশ জনপ্রিয় যিশু। অভিনেতা হওয়ার পাশাপাশি একাধিক শো সঞ্চালনা করতে দেখা যায় তাকে। যিশুর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত।