সিনেমা ছেড়ে কেনো ‘Didi No1’-এর সঞ্চালিকা হন রচনা? শেষমেশ মুখ খুললেন অভিনেত্রী

জি বাংলার একটি জনপ্রিয় অনুষ্ঠান হল ‘দিদি নং ওয়ান’। এই অনুষ্ঠান আজ বাঙালির ঘরে ঘরে প্রতিদিন বিকেলের একটি জনপ্রিয় শো হয়ে উঠেছে। ২০১০ সালে এই অনুষ্ঠানের পথ চলা শুরু হয়। কিন্তু প্রথমে এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন না রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। প্রথমে সঞ্চালনা করেন পুষ্পিতা মুখার্জি। তবে তিনি বিশেষ কিছু কারণে সঞ্চালনার কাজ ছেড়ে দেন। এরপর প্রবেশ করেন রচনা।
তার জনপ্রিয়তা বাড়তে থাকে হু হু করে। এর পাশাপাশি চ্যানেলের টিআরপি বেড়ে যায়। কিন্তু এইসব একদিনে হয়নি৷ তিনি মাঝে একবার বিরতি নিয়েছিলেন। কিন্তু ফের তাকে ফিরিয়ে আনা হয়। তবে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকার কাজ তিনি কেনো নিলেন? সম্প্রতি জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস্’-এ সেই বিষয়ে জানালেন অভিনেত্রী।
যেইসময় সঞ্চালিকার কাজ শুরু করেন তখন তার সামনে ছিল সিনেমার হাতছানি। পরিচালক অভিজিৎ সেন ও নবনীতা তার কাছে আসেন ও তাকে সঞ্চালনায় ফিরে আসার জন্য বলেন। সেদিন তাদের কথা শুনেছিলেন রচনা ব্যানার্জী। আর তার জন্য তিনি পরিচালক অভিজিৎ সেন ও নবনীতার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানান।
জি বাংলার ‘দিদি নং ওয়ান’-এর জন্য রচনা ব্যানার্জীর একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। আর তাতে তিনি বেশ খুশি। এই জীবনটাকে উপভোগ করছেন অভিনেত্রী। প্রথমে তার টেলিভিশনে আসা নিয়ে বেশ দ্বিধা ছিল। কিন্তু ‘দিদি নং ওয়ান’ তাকে যে স্বীকৃতি দিয়েছে তা তিনি কোথাও পাননি। প্রথমে পুষ্পিতা মুখার্জি সঞ্চালনা করলেও তিনি তা ছেড়ে দেন। রচনা ব্যানার্জী আসার পর তিনি ছেড়ে দিলে জুন মালিয়া ও দেবশ্রী রায় সঞ্চালনা করেন। কিন্তু তারা সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। ফের ফিরিয়ে আনা হয় রচনাকে। তার জনপ্রিয়তার আশেপাশে কাউকে এখনও পাওয়া যায়নি।