‘মাঝে মাঝে ফোন ছুঁড়ে ফেলে দিই’…. হঠাৎ কেন এমন বললেন অরিজিৎ সিং?

‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো-এর মঞ্চে বিজয়ী স্থানে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে রিয়েলিটি শো থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন গায়ক অরিজিৎ (Arijit Singh)। বর্তমানে আসমুদ্রহিমাচল তার গানে মুখরিত। তার সুরের যাদুতে বারবার মুগ্ধ হয় শ্রোতারা৷ তিনি হলেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। অরিজিৎ-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই।
বর্তমানে অরিজিৎ-এর জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। তিনি দেশ সহ বিশ্বের নানান জায়গায় শো করে থাকেন। সেই শো-তে হাজির থাকেন হাজার হাজার মানুষ। নানান দামের টিকিট কেটেও কেও অরিজিৎ-এর শো দেখতে পিছপা হন না৷ অরিজিৎ এত জনপ্রিয় একজন মানুষ হলেও থাকেন একেবারে সাধারণ। আর তাতে আরও মুগ্ধ হয় সকলেই। এতবড় একজন সেলিব্রিটি হয়েও মাটির মানুষ কীভাবে থাকতে হয় তা বারবার প্রমাণ করেন অরিজিৎ।
কিন্তু জনপ্রিয়তা তার পিছু ছাড়ে না। অরিজিৎকে এই প্রসঙ্গে জিগ্যেস করা হয় নিজেকে নিয়ে এত মাতামাতি তার কেমন লাগে! এই প্রশ্নের উত্তরে অরিজিৎ জানান, তিনি অনেক ছোটো বয়স থেকে জনপ্রিয়তা পেয়ে আসছেন। তবে জনপ্রিয়তা তার ফেম গুরুকুল থেকে শুরু হয়। তার মনে পড়ে তিনি যখন রিয়েলিটি শো থেকে কলকাতা ফেরেন বিমানবন্দরে ৩০০০ মানুষ তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন।
এত ভিড় দেখে চমকে যান অরিজিৎ। মাঝেমধ্যে তার জিয়াগঞ্জের বাড়িতে অনেকে হাজির হয়ে যান তাকে শুভেচ্ছা জানাতে। অরিজিৎ মাঝেমধ্যে ভাবেন তিনি যেনো নির্বাচনে জিতেছেন। প্রথম প্রথম তার এত মাতামাতি ভালো লাগলেও খ্যাতি সামলাতে না পেরে পরে অসুবিধা হত তার। অনেকেই তাকে জিগ্যেস করেন, “আপনি অরিজিৎ সিং না?” এর উত্তরে তিনি জানান, “না না আপনার ভুল হচ্ছে”।
অরিজিৎ মাঝেমাঝে এত ভিড় সামলাতে না পেরে সব ছেড়ে দিয়ে চলে যান। তার কথায়, যখন ভিড় সামলাতে পারি না তখন দূরে কোথাও চলে যাই। ফোন ছুঁড়ে ফেলে দিই। একা থাকি। কিন্তু কাজ থাকলে ফিরে আসতে হয়। মুম্বাই তো আর কাউকে ছেড়ে দেয় না। শো-এর টাকা নেওয়ার বিষয়ে তিনি জানান, তাকে যে যেমন ইচ্ছে দেন কিন্তু শো-এর জন্য ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হয়৷