তৈমুর নাকি জেহ, কাকে বেশি ভালোবাসেন করিনা? নিজেই জানালেন অভিনেত্রী

Advertisement

বলি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। যিনি মাঝেমধ্যেই ব্যক্তিগত কারণে উঠে আসেন সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে। কাপুর পরিবারের কন্যা হলেও তিনি তাঁর নিজের পরিচয় বানিয়েছেন নিজেই। তবে নিজের বয়সের থেকে দশ বছরের বড় অভিনেতা সইফ আলী খান (Saif Ali Khan)-কে বিয়ে করার পর থেকে শিরোনামে উঠে আসেন করিনা।

Advertisements

অভিনেতা সইফ আলী খান (Saif Ali Khan)-কে বিয়ে করার পর কটাক্ষের সম্মুখীন হতে হয় করিনাকে। তবে সেইসব বিষয়ে মাথা ঘামায় না করিনা। বর্তমানে দুই পুত্র ও স্বামী নিয়ে সংসার করছেন অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor)।

Advertisements

বর্তমানে দুটি সন্তানের মা হয়েও তাঁর ফিগার ফিটনেস নজর কাড়ে নেটজনতার। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর দুই ছেলে সম্পর্কিত এক বিষয়ে। কাকে বেশি ভালবাসেন অভিনেত্রী করিনা কাপুর? তাঁরই চ্যাট শোতে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী করিনা (Kareena)।

বেশ কিছুদিন আগে করিনার চ্যাট শোতে এসেছিলেন “ডার্লিংস” ছবির অভিনেত্রী শেফালী শাহ (Shefali Saha)। আর সেখানেই তিনি করিনাকে তাঁর দুই ছেলের বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে করিনা জানান, তাঁর ছয় বছর বয়সী বড় ছেলে তৈমুর আলী খান (Taimur Ali Khan) খুবই ভালো। সে তার ভাইকে ভীষণ ভালোবাসে। এমনকি তৈমুরের কোনো প্রয়োজনীয় জিনিস যদি তার ভাই জেহ (Jeha)-র দরকার পরে তাহলে তৈমুর ঝামেলা না করেই তা তার ভাইকে দিয়ে দেয়।

তবে এখানেও থেমে থাকেননি অভিনেত্রী করিনা (Kareena)। তিনি আরো বলেন যে, তিনি চান তাঁর সাথে তাঁর দিদির মধ্যে যে বন্ধুত্ব রয়েছে, তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ-র মধ্যেও যেন সেই বন্ধুত্ব গড়ে ওঠে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি অভিনেত্রীর বড় ছেলে হলেন তৈমুর আলী খান (Taimur Ali Khan)। যার বয়স ৬ বছর। অন্যদিকে ছোট ছেলে হলেন জেহ আলী খান (Jeha Ali Khan)। যার বয়স প্রায় ২ বছর।

Related Articles