‘Border’ ছবির সুন্দরী নায়িকাকে মনে আছে? বর্তমানে কোথায় হারিয়ে গেলেন সর্বাণী

ফিল্মের জগত থেকে এমন অনেক তারকা হারিয়ে গিয়েছেন যারা একসময় বেশ জনপ্রিয় ছিলেন। তাদের অভিনয়ের মধ্যে দিয়ে সকলকে মাতিয়ে রাখতেন। তবে কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন এমন অনেকেই। আজকের প্রতিবেদনে কথা বলা হচ্ছে এক অভিনেত্রীকে নিয়ে। তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী সর্বাণী মুখার্জি (Sharbani Mukherjee)। একসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন বেশ জনপ্রিয়।
কিন্তু তারপর থেকে তাকে বিশেষ দেখা যায়নি। নিজেকে রূপোলী জগত থেকে একেবারে সরিয়ে নেন তিনি। ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে পারেননি নিজেকে। আর এরফলে কালের নিয়মে হারিয়ে যেতে হয়েছে তাকেও। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘বর্ডার’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন সর্বাণী। বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সুনীল শেট্টি (Suniel Shetty)।
ছবিটি বেশ হিট হয়। অভিনেত্রী হিট ছবি উপহার দিয়েও নিজের নাম টিকিয়ে রাখতে পারেননি ইন্ডাস্ট্রিতে। যদিও তিনি নিজেকে সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারলেও তার দুই বোন বেশ জনপ্রিয় বলিউডে। তারা হলেন কাজল ও রানী মুখার্জি। বর্তমানে সর্বাণী নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে রেখেছেন। কোনোরকম অনুষ্ঠানেও তিনি হাজির হন না।
বলিউডে জায়গা শক্ত করতে না পারলেও তিনি মালয়ালাম, ভোজপুরি, তামিল ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেননি। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ছবিতে তাকে দেখে সকলে অবাক। সেই ছবিতে দেখা গিয়েছে সর্বাণী, কাজল, রাণী, অয়ন সহ সকলকে দুর্গা পুজোর সময়। সর্বাণী এখনও বিয়ে করেননি। তবে তার বর্তমান খবর বিশেষ পাওয়া যায় না।