প্রিয় পোষ্যের সঙ্গে তিড়িং বিড়িং নাচ অভিনেত্রী তিয়াশার, বাঁকা মন্তব্য নেটিজেনদের
টলিউডে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন তিয়াশা (Tiyasha)। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। এরপর ‘শ্যামা’ চরিত্রে গল্পের প্রধান চরিত্র হিসেবে কাজ করেন তিনি। তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কারণ ধারাবাহিকে তার সাদামাটা অভিনয় তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
এরপর ধীরে ধীরে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। সকলের প্রিয় অভিনেত্রী হয়ে গিয়েছেন তিয়াশা। তবে তার স্বামী সুবান ছিলেন টলিউডের ছোটো পর্দার অভিনেতা। পার্শ্ব চরিত্রে তিনি বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে টলিউডে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। একেবারেই জনপ্রিয়তা পাননি তিনি।
তবে কি তিয়াশা জনপ্রিয়তা কাল হল তাদের সম্পর্কে! গতবছর ফেব্রুয়ারি মাসে আইনত বিবাহ বিচ্ছেদ হয় সুবান ও তিয়াশার। তবে তিয়াশা তার পেশাগত জীবন দিব্যি চালাচ্ছেন। বর্তমানে তিনি স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে অভিনয় করছেন। পেশাগত জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ‘বালাম পিচকারি’ গানে ঘরের মধ্যে নিজের পোষ্যের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে তাকে। ভিডিওতে অভিনেত্রীর পরনে রয়েছে সাদা টিশার্ট ও হট প্যান্ট। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।