লুকিয়ে হোটেলের রুমে চলত রাসলীলা, হাতেনাতে ধরা পরে মুখ পুড়েছিল এই তারকাদের!

বলিউড মানেই আমরা ভাবি ঝাঁ চকচকে দুনিয়া। তবে এর পেছনে এমন কিছু অন্ধকার দিক রয়েছে যা অনেকের কাছেই অজানা রয়ে যায়। আজ আমরা এরকমই কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। যেগুলো শুনলে চমকে যাবেন। আসলে অনেক সময় বিভিন্ন বলিউড তারকার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি অনেক সময় হোটেল রুমেও দেখা গিয়েছে তাদের। সেরকমই কয়েকটা জুটির নাম আজ এই প্রতিবেদনে তুলে ধরবো।
নানা পাটেকার এবং আয়েশা জুলকার: নানা পাটেকার এবং মনীশা কৈরালার সম্পর্কের কথা অনেকেই জানেন। তবে শোনা যায় মনীশার সাথে সম্পর্কে জড়ানোর পরেও আয়েশার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন নানা পাটেকার। এমনকি একই হোটেলের ঘরে ধরা পড়েছিলেন মনীশার হাতে। এরপরে তিনি সম্পর্ক ভেঙে দেন।
সঞ্জয় দত্ত এবং সুস্মিতা সেন: সুস্মিতা সেন এবং সঞ্জয় দত্তের সম্পর্কের কথা অনেকেই জানতেন না। সঞ্জয়ের সাথে অনেক অভিনেত্রীর সম্পর্ক থাকলেও সুস্মিতার সাথে সম্পর্কের কথা গোপন ছিল। এমনকি একটি হোটেলের ঘরে দেখা গিয়েছিল তাদের।
গোবিন্দা এবং রানী মুখার্জি: বিয়ের পরেও নাকি গোবিন্দা সম্পর্কে জড়িয়ে ছিলেন রানী মুখার্জির সাথে। ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগেই বিয়ে করেছিলেন গোবিন্দা। তবে একবার তার সাথে রানী মুখার্জিকে দেখা গিয়েছিল একটি বেডরুমে। এই ঘটনার পর গোবিন্দাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন স্ত্রী সুনিতা।
অজয় দেবগণ এবং কাজল: কেরিয়ারের শুরুর দিকে কাজল নয় বরং করিশ্মা কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অজয় দেবগণ। প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে। তবে এই সম্পর্কে থাকাকালীন হোটেলে কাজলের সাথে ধরা পড়ে যান অজয়। এরপরে করিশ্মা সম্পর্ক ভেঙে দেন।
প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহীদ কাপুর: শোনা যায় একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একবার নাকি ইনকাম ট্যাক্স অফিসাররা রেইড করেছিলেন প্রিয়াঙ্কার বাড়িতে। সেখানে দরজা খুলে দিয়েছিলেন শাহীদ। যা দেখার পর অবাক হয়ে গিয়েছিলেন অফিসাররা।