নায়িকা থেকে গায়িকা হয়ে উঠলেন “অনুরাগের ছোঁয়া”র দীপা, তার মিষ্টি মধুর কণ্ঠে মুগ্ধ শ্রোতারা

স্টার জলসার (Star Jalsa) জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) । যে ধারাবাহিকে দীপার চরিত্রে দেখা যায় স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)-কে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন স্বস্তিকা। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করে দেন তিনি। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল (Viral) হয়েছে স্বস্তিকার এক মঞ্চ মাতানো পারফরম্যান্স। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
প্রসঙ্গত, তারকা জগতের প্রায় সকল তারকাকেই গ্রাম, শহরের অনুষ্ঠানে যেতে হয়। সেরকমই এক অনুষ্ঠানে গিয়েছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা ওরফে স্বস্তিকা। আর সেখানে গিয়েই ‘বচ্চন’ (Bachchan) সিনেমার গান গেয়ে সকলের মন জয় করে স্বস্তিকা (Swastika)।
সেরকমই এক মাচা শোয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন স্বস্তিকা (Swastika)। এদিন পশ্চিম বামুনিয়ার রাস উৎসবের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপা ওরফে স্বস্তিকা। দীপার বেশে নয়, স্বস্তিকা অভিনেত্রী হিসেবেই এদিন হাজির হয়েছিলেন সেখানে।
এদিন তার পরনে দেখা গিয়েছে আকাশি রঙের লং ড্রেস। মেকআপহীন খোলা চুলে হাজির হয়েছিলেন অভিনেত্রী। ‘PR Studio’ নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয় স্বস্তিকার এই অনুষ্ঠানের ভিডিও।
ভিডিওর প্রথমে স্বস্তিকাকে বলতে শোনা যায় ‘অনুরাগের ছোঁয়া’ দেখতে হবে বলে স্বস্তিকা। আর তারপরেই তিনি শুরু করেন ‘বচ্চন’ সিনেমার “যতই ঘুড়ি ওড়াও রাতে” (Jotoi Ghuri Orao Rate) গানটি। যা শুনে মুগ্ধ হয়ে যায় সেখানকার স্থানীয় দর্শক সহ নেটজনতা। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অভিনয়ের পাশাপাশি গানেও যে বেশ পারদর্শী তা আবারও প্রমাণ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে।