শাড়ি-ব্লাউজ পড়া আধা নাগিন দেখে হাসির রোল নেটপাড়ায়, শেষমেশ মুখ খুলে কড়া জবাব দিলেন ‘পঞ্চমী’
সম্প্রতি এবার তার অভিনীত ধারাবাহিককে ট্রোল করার প্রতিবাদে মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা দে। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলির রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে আসেন নির্মাতারা। আর বর্তমান সময়ে সাংসারিক গল্পগুলিকে বাদ দিয়ে অন্য রকমের গল্প নিয়ে আসছেন তারা।
সেরকমই একটি পৌরাণিক গল্প নিয়ে তৈরি ধারাবাহিক হলো ‘পঞ্চমী’। কয়েক সপ্তাহ আগে স্টার জলসায় এই ধারাবাহিকটি শুরু হয়েছে। আর শুরুর পর থেকে সকলকে চমকে দিয়েছে এই ধারাবাহিকের টিআরপি। যদিও তার বেশ কিছু দৃশ্যকে ঘিরে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে ধারাবাহিকটিকে। তবে এবার সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সুস্মিতা দে।
আসলে একটি প্রোমো ভিডিওতে দেখা যায় জলের নীচে সুস্মিতা দে সাঁতার কাটছেন আর তার পরনে রয়েছে আটপৌরে শাড়ি। অর্ধেক মানুষের মতোন আর অর্ধেক সাপের মতোন শরীরে দেখা গিয়েছে তাকে। যা দেখামাত্রই থাকে তুমুল কটাক্ষ করা হয়। কেউ যেমন বলেছেন, ‘এই প্রথম কাউকে আটপৌরে শাড়ি পরে সাঁতার কাটতে দেখলাম’। আবার কারোর মতে, ‘অবাস্তবের একটা লিমিট থাকা উচিত।’
শুধু তাই নয় একজন আবার লিখেছেন, ‘ভাবছি অভিনেত্রীর সায়া কোথায়।’ তবে এই বিষয়ে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার এসব কিছুই মনে হয় না। যেদিন থেকে ধারাবাহিক শুরু হয়েছে সকলকে বোঝানোর চেষ্টা করছি এটি সম্পূর্ণ পৌরাণিক। তাই এটাকে যুক্তি দিয়ে বিচার না করলেই তাদের ভালো লাগবে।’