নেট দুনিয়ায় ঝড় তোলা সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

আমাদের সমাজের কম বয়সী তরুণ-তরুণীরা সর্বদাই চিত্তাকর্ষক জিনিস পছন্দ করে। তাদের চোখ আকর্ষণ করে রঙিন জিনিসপত্র। কোনটি ভালো কোনটি মন্দ সেসব বিচার না করে, তারা ছোটে ঝাঁ চকচকে উজ্জ্বল জিনিসের প্রতি। বর্তমানে তাই যুব সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাডাল্ট ওয়েবসিরিজ। একদম অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া চিত্তচঞ্চল গল্প ও সাহসী দৃশ্যে ভরা ওয়েব সিরিজগুলিকে পছন্দ করছে আজকাল।
তবে সব প্লাটফর্মে এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি পাওয়া যায় না। এর জন্য বেশ কিছু নির্দিষ্ট প্লাটফর্ম রয়েছে। এই নির্দিষ্ট প্লাটফর্মের মধ্যে জনপ্রিয় হল – প্রাইম শটস্, কোকু, সিনে প্রাইম ও উল্লু। এই প্লাটফর্ম গুলিতে একের পর এক সব ঘনিষ্ঠ দৃশ্যের মাখোমাখো ওয়েবসিরিজগুলি প্রকাশিত হতে থাকে। যা সকল দর্শকদের কাছে প্রচন্ড পছন্দের হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সেই জন্যই এই সমস্ত প্ল্যাটফর্ম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে।
উল্লেখিত প্ল্যাটফর্ম গুলির মধ্যে দর্শকরা বেশি দেখেন উল্লু (Ullu) প্ল্যাটফর্ম। তার কারণ উল্লুতে প্রায় প্রতিনিয়তই একের পর এক সব অ্যাডাল্ট ওয়েব সিরিজ প্রকাশিত হতে থাকে। উল্লুর একটি বিখ্যাত ওয়েবসিরিজের নাম হল সুরসুরি-লি (Sursuri Li)। এই ওয়েবসিরিজের প্রিমিয়ার লঞ্চ হয়েছিল ১৫ ই জুলাই ২০২২ এ। প্রিমিয়ার থেকে এত দর্শকদের সাড়া পাওয়া গিয়েছিল যে বোঝাই গিয়েছিল গোটা ওয়েবসিরিজটি কতটা বিখ্যাত হবে।
এটি ছিল এর তৃতীয় পার্ট। এর আগে প্রথম ও দ্বিতীয় পার্টি ভারতের দর্শকদের কাছে ব্যাপক হারে প্রতিক্রিয়া পেয়েছিল। যার ফলে পরিচালক, প্রযোজকরা তৃতীয় পার্ট আনতে বাধ্য হন। জয় শঙ্কর ত্রিপাঠি, অঙ্কিতা ডেভ, অঙ্কুর মালহোত্রা, অজয় মেহরা প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা দুর্দান্ত অভিনয় করেন। ওয়েব সিরিজটির মধ্যে প্রচুর ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যা দেখে যে কেউই উত্তেজিত হয়ে যেতে পারে।