ফিনফিনে কালো শাড়িতে ভক্তদের হার্টবিট বাড়ালেন ‘ইন্দুবালা’ শুভশ্রী
টলিউডে ফের স্বমহিমায় ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhasree Ganguly)। সম্প্রতি ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই ওয়েব সিরিজে পচাত্তর বছর বয়সী ‘ইন্দুবালা’-র চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। এটি যে তার কাছে একটি চ্যালেঞ্জিং কাজ তা আর বলে দিতে হয় না।
মেকাপের মাধ্যমে শুভশ্রীর লুক দেওয়া হয়েছে। আর পর্দায় তার অভিনয় বেশ নজর কেড়েছে। ইতিমধ্যে দর্শকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে এই ওয়েব সিরিজ। এদিকে শুভশ্রী ফিরেছেন নিজের লুকে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট শিফন শাড়িতে। শাড়ি জুড়ে রয়েছে রূপোলী রঙের সিকুইনের কাজ করা।
এর সঙ্গে শুভশ্রী পরেছেন কালো রঙের সিকুইনড ব্লাউজ। ব্লাউজটিতে পিঠের দিকে রয়েছে কালো রঙের লটকান। ব্লাউজ টি ডিপ নেক হওয়ার কারণে শুভশ্রীর ক্লিভেজ কিছুটা উন্মুক্ত হয়েছে। শাড়িটি যেমন জমকালো পরেছেন তেমনই জমকালো হয়েছে তার মেকাপ। শুভশ্রী আইশ্যাডোর সঙ্গে পরেছেন ন্যুড লিপস্টিক।
কানে দেখা গিয়েছে ক্রিস্টাল ইয়ারিং। কানের দুলের নীচে রয়েছে মুক্তোর ঝুল্লি। মানানসই করে হাতে পরেছেন স্টোন স্টাডেড আংটি। খোলা চুলে আকর্ষণীয় লাগছে তাকে।তবে শুভশ্রীর এই সাজ দেখে নেট দুনিয়ার অনেকেই বলেছেন, ইন্দুবালার চরিত্রে শুভশ্রীর শারীরিক উচ্চতা তার সঠিক মনে হয়নি। তবে এর পাশাপাশি তিনি ক্ষমা চেয়েছেন।