Srabanti Chatterjee: দিনদিন যেন কমছে বয়স, কালো গাউনে উত্তাপ ছড়িয়ে ভক্তদের ঘাম ঝরালেন শ্রাবন্তী!

Advertisement

Srabanti Chatterjee: কালো পোশাকে মোহময়ী রূপে নেটদুনিয়ায় আবির্ভাব শ্রাবন্তী, রইল সেইসব ছবি। টলিপাড়ার অন্যতম চর্চিত তারকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বলা যায় সমালোচনা তালিকার ঊর্ধ্বে থাকেন এই অভিনেত্রী। তবে কখনোই তিনি এইসব বিষয়কে পাত্তা দেন না। সবসময় তিনি নিজের মতো করে জীবন অতিবাহিত করে চলেছেন।কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়া (Social Media)-তে বেশ ভালই যোগাযোগ রয়েছে শ্রাবন্তীর। মাঝেমধ্যেই লাস্যময়ী অবতারে ধরা দিয়ে উষ্ণতার পারদ চড়ান নেটদুনিয়ায়। যা দেখে মনে আগুন লাগে নেটজনতার।

Advertisements

সাম্প্রতিক আবারো কিছু ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল শ্রাবন্তী (Srabanti)।সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলিতে কালো পোশাকে নিজেকে মেলে ধরেছেন বঙ্গকন্যা। তার পোশাকের সবটা জুড়েই রয়েছে কালো রং। পোশাকের সাথে মানানসই সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী (Srabanti)। বলা যায় লাস্যময়ী লুকে নিজেকে মেলে ধরেছেন বঙ্গকন্যা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলিতে একটি কালো রঙের গাউনে দেখা গিয়েছে শ্রাবন্তী (Srabanti)-কে। যে গাউনের উপরের অংশে রয়েছে সিকুইনের কারুকার্য।

Advertisements

এই গাউনের নেকলাইন রয়েছে ঢেউ খেলানো। তবে এই পোশাকে দুটি স্লিভে রয়েছে নতুন ছোঁয়া। বাঁ হাতের স্লিভে রয়েছে রাফেল ডিজাইন। অন্যদিকে ডান হাতের স্লিভ থেকে নিচের দিকে নেমে গিয়েছে কালো রঙের শিফন টেলর। আর কোমরের অংশ ট্রান্সপারেন্ট। তবে এই পোশাকের সাথে মানানসই সাজে দেখা গেছে বঙ্গকন্যাকে। কানে রয়েছে জমকালো ইয়ার রিং। ডান হাতে পড়েছেন রুপোলি মেটাল ব্র্যান্ডের ঘড়ি। আঙুলে পড়েছেন পাথরের আংটি এবং বাঁ হাতে পড়েছেন স্টোন স্টাডেড ব্রেসলেট।

প্রতিবারের মতো অভিনেত্রীর এই সাজপোশাক মুগ্ধ করেছে নেটজনতাকে। তার এই মোহময়ী লুক দেখে প্রশংসা না করে পারছেন না নেটজনতা। তবে কাজের কথা বলতে গেলে বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর বিচারক আসনে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে ‘সাদা রঙের পৃথিবী’ (Sada Ronger Prithibi) শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী (Srabanti)। যেখানে দৈত্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বঙ্গতনয়াকে।

Related Articles