বিনোদন

শুভশ্রীর পর কাঠগড়ায় শ্রাবন্তী! ছোট্ট এই ভুলে অভিনেত্রীকে ধুয়ে দিল নেটপাড়া

মধুমিতা সরকার, শুভশ্রী গাঙ্গুলীর পর এবার শ্রাবন্তী চ্যাটার্জী! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তুমুল ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। নেপথ্যে রয়েছে একটি শব্দের ভুল বানান। এর আগে মধুমিতা সরকার কিংবদন্তি ফুটবল তারকা পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে গিয়ে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। তারপর ভুল বানান লিখে কটাক্ষের শিকার হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

সেই তালিকাতেই এবার নাম লেখালেন শ্রাবন্তী। আসলে তারকাদের করা যে কোনো পোস্ট নিয়েই নানান সময় নানান সমালোচনা হয়। আর যদি তাতে কোন ভুল ধরা পড়ে তাহলে আর রক্ষা নেই। হুলুস্থুল কান্ড শুরু হয়ে যায় দর্শকমহলে। সেরকমটাই হয়েছে এবার শ্রাবন্তীর ক্ষেত্রে। আসলে একটি বিয়েবাড়িতে গিয়ে সেখানকার ছবি পোস্ট করেছিলেন তিনি।

বন্ধু-বান্ধবদের সাথে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায় লাল শাড়ি, ব্লাউজ, সোনার গয়নায় একেবারে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি। ছবি পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু সমস্যা শুরু হয় তার ক্যাপশন নিয়ে। কারণ, সেখানে তিনি লিখেছেন ইংরেজি হরফে, ‘ইয়ার কি শাদি’। তবে এখানেই সামান্য ভুল হয়ে যায় তার।

শুভশ্রীর পর কাঠগড়ায় শ্রাবন্তী! ছোট্ট এই ভুলে অভিনেত্রীকে ধুয়ে দিল নেটপাড়া

আসলে ‘yaar’ লিখতে গিয়ে ‘year’ লিখে ফেলেন তিনি। যদিও তার কিছুক্ষণ পরেই ভুল সংশোধন করে নেন অভিনেত্রী। তবে তার আগেই সেই ভুল পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে নানান রকম কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘Year না Yaar সেটাও ঠিকঠাক লিখতে জানে না’। আর একজন লিখেছেন, ‘ওটা Yaar হয়, Year নয়।’