সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন, ফের নতুন বউয়ের সাজে শ্রাবন্তী! ব্যাপারটা কি?

প্রেম-বিয়ের বিতর্ক নিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকা এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। যাঁর সৌন্দর্যে হার মানে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীরা। মাঝেমধ্যেই বিভিন্ন অবতারে নেটদুনিয়ায় আবির্ভাব হন বঙ্গতনয়া শ্রাবন্তী (Srabanti)। তবে সম্প্রতি আবারও নববধূর সাজে নেটদুনিয়ায় ধরা দিলেন শ্রাবন্তী। যা দেখে প্রশ্ন উঠেছে আবারো কি বিয়ের পিঁড়িতে বসছেন শ্রাবন্তী?
অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালই অ্যাকটিভ থাকেন বঙ্গকন্যা শ্রাবন্তী (Srabanti)। কখনো ওয়েস্টার্ন ড্রেস বা কখনো শাড়ি পড়ে নেটদুনিয়ায় ঝড় তোলেন অভিনেত্রী শ্রাবন্তী। সব পোশাকেই তাঁকে লাগে বেশ মানানসই। তবে তার জন্য তিনি কি করেন তা সকলকেই জানিয়েছেন সুন্দরী অভিনেত্রী।
অভিনেত্রী তাঁর ইন্সটা অ্যাকাউন্টে ওয়ার্কআউট করার বিভিন্ন ছবি পোস্ট করে বুঝিয়েছেন তিনি তাঁর শরীর ধরে রাখার জন্য কি কি করেন। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, তিনি সারাদিনে বেশি পরিমাণে জল পান করেন। অন্যদিকে, তিনি তেল-মশলা যুক্ত খাবার একেবারেই পছন্দ করেন না।
তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি নববধূ সাজের ভিডিও। যেখানে মেকআপ রুমে বসে নববধূর সাজে দেখা যাচ্ছে শ্রাবন্তী (Srabanti)-কে। ভিডিওতে শ্রাবন্তীর মুখে কল্কা আঁকার সময় নানা রকম ভঙ্গিমা করতে দেখা যায় শ্রাবন্তীকে। যা দেখে প্রতিবারের মতো এবারও অভিনেত্রীর রূপে পাগল হয়েছে নেটজনতা। তবে অভিনেত্রীর এই লুক দেখে বোঝা গিয়েছে তাঁর কোনো ব্রাইডাল স্যুট বা সিনেমার স্যুট রয়েছে। যার জন্য এই সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী।
তবে কাজের বিষয়ে জানা গিয়েছে, একের পর এক প্রজেক্ট রয়েছে শ্রাবন্তীর হাতে। চলতি বছরে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত “কাবেরী অন্তর্ধান” (Kaberi Antardhan) ছবি। যে ছবিতে দেখা গিয়েছে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)-কে। এছাড়াও আগামীতে “ডিয়ার ডি” (Dear Di), “হাঙ্গামা ডট কম” (Hangama.Com) প্রভৃতি ছবি নিয়ে দর্শকদের চমক দিতে আসছেন বঙ্গতনয়া শ্রাবন্তী (Srabanti)। অপেক্ষায় তাঁর ভক্তমহল।