বিনোদনভাইরাল ভিডিও

খোরপোষ মিলছে না, টাকার অভাব! ফের এক পোশাকে ধরা দিয়ে কটাক্ষের শ্রাবন্তী

টাকা নেই, তাই একই পোশাক বারবার পরতে হচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে! এমনই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। বিগত বহু বছর ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। ইতিমধ্যেই কাজ করেছেন তাবড়-তাবড় অভিনেতাদের সাথে।

তবে কেরিয়ারে তিনি যতটাই সফল তার ঠিক বিপরীত ব্যক্তিগত জীবনে। পরপর তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও সেগুলি সফল হয়নি। এমনকি শেষ বিয়ে নিয়ে আদালতে চলছে টানাপোড়েন। তবে এসবের মাঝেও সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন তিনি। যতই সমস্যা থাকুক না কেন নিজের জীবনকে ভরপুর উপভোগ করতে পছন্দ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি সেরকমই একটি রিল ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে গাঢ় নীল রঙের হাই থাই স্লিটেড গাউন। ‘পিপল’ নামক গানের সাথে ভিডিওটি তৈরি করেছেন তিনি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই পোশাকটি আগেও পরতে দেখা দিয়েছে তাকে। যা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।

কেউ কেউ বলেছেন, ‘পোশাক কেনার টাকা নেই তাই একই পোশাক বারবার পরছেন এই অভিনেত্রী।’ যদিও সেসব বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপ করতে দেখা যায় না তাকে। উল্লেখযোগ্য, বর্তমানে তার হাতে রয়েছে একাধিক কাজ। ‘দেবী চৌধুরানী’, ‘নাম’ এরকম একাধিক সিনেমায় দেখা যাবে তাকে। আপাতত সেগুলোর অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।