‘টাম টাম’ গানে এমন নেচে নোংরা কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শ্রাবন্তী!

Advertisement

সম্প্রতি এবার ‘টাম টাম’ ট্রেন্ডে গা ভাসালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! তবে প্রশংসার পরিবর্তে জুটলো সমালোচনা। শ্রাবন্তী এবং সমালোচনা বিষয়টি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। কোনো না কোনো কারণে নিত্যদিন সমালোচনায় উঠে আসেন তিনি। যার নেপথ্যে রয়েছে তার ব্যক্তিগত জীবন। যদিও সেসব বিষয় নিয়ে কখনোই মাথা ঘামান না তিনি।

Advertisements

সব সমালোচনার উর্ধ্বে গিয়ে নিজের মতোন বাঁচতে পছন্দ করেন এই অভিনেত্রী। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। সম্প্রতি সেখানেই ‘টাম টাম’ গানে নেচে ভিডিও পোস্ট করেছেন তিনি। ইতিমধ্যে এই গানটিতে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে প্রচুর মানুষদের। যে তালিকায় রয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। তাতেই এবার গা ভাসালেন শ্রাবন্তী।

Advertisements

ভিডিওটিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল রঙের কারুকার্য করা ব্লাউজ এবং হলুদ রঙের শাড়ি। সাথে মানানসই গয়না, লাল লিপস্টিক তাকে ভীষণই সুন্দরী করে তুলেছিল। প্রথমে একাধিক পোজ দিতে দেখা যায় তাকে। এরপরেই আবার কোমরে শাড়ি গুঁজে ‘টাম টাম’ গানের হুকস্টেপ করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চিন্তা নয় নাচ করো।’ যা দেখার পর প্রশংসার পরিবর্তে কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন তিনি মোটা হয়ে গিয়েছেন বলে আর সিনেমায় কাজ পান না। আবার কারোর মতে তিনি নাচতেই পারেন না। সবমিলিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। যদিও এসব বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Related Articles