বিনোদন

মাই হিরো, প্রিয় মানুষের বুকে মাথা রেখে ভালোবাসা জানালেন অভিনেত্রী শ্রাবন্তী

সম্প্রতি এবার ভালোবাসার মানুষের সাথে রং খেলে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এতোগুলো সম্পর্ক বিচ্ছেদের পর আবার কোন ভালবাসার মানুষের সাথে ছবি দিলেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। টলিউড ইন্ডাস্ট্রিতে খুব কম বয়সেই পা রেখেছিলেন তিনি।

এরপর পরিচালক রাজীব বিশ্বাসের সাথে মাত্র ১৬ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একজন পুত্র সন্তানও রয়েছে। তবে সেই বিয়ে খুব বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদের। আবারো পরপর দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে ভালোবাসার খোঁজ তখনও পাননি তিনি। তাইতো সেই সম্পর্কগুলিও বিচ্ছেদেই পরিণত হয়।

এরপর শোনা যায় অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়েছেন শ্রাবন্তী। তবে কিছুদিন আগে শোনা গিয়েছে সেটিও দীর্ঘস্থায়ী হয়নি। এমনকি তার নাম জড়িয়েছে জিম ট্রেনারের সাথেও। এই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। এরই মাঝে আবার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষটিকে দেখা গিয়েছে।

তবে তিনি অন্য কেউ নন তার বাবা। বাবার বুকে মাথা রাখার ছবি পোস্ট করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার হিরো। ভালোবাসি বাবা।’ দোলের দিন তার সাথে চুটিয়ে রং খেলেছেন তিনি। এই ছবি পোস্ট করতে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। যদিও একসময় তার বাবা-মা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তার সাথে। তবে বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে।