সৌরভ-ডোনার পরিবারে নতুন সদস্যের আগমন! আনন্দে আপ্লুত কলকাতার প্রিন্স

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay) নামটির সঙ্গে পরিচিত সকল ছোট থেকে বড়। এক ডাকে যিনি সকলের কাছে ‘দাদা’ নামে পরিচিত। সেই ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা থেকে অবসর নেওয়ার পর নিজেকে তুলে ধরেছেন বিভিন্ন আঙ্গিকে। কখনোবা দাদাগিরি-র সেটে সঞ্চালকের ভূমিকায়, আবার কখনো বা ঝাঁ চকচকে বিজ্ঞাপনের অভিনেতা হিসেবে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Advertisements

খেলা ছাড়া ব্যক্তিগত জীবনে তার প্রবল আগ্রহ গাড়ির প্রতি। তার বাড়িতে উঁকি মারলেই দেখা যাবে সারি সারি বিলাসবহুল গাড়ি সাজানো রয়েছে। সেই গাড়ির তালিকায় রয়েছে সব দামি দামি কোম্পানিগুলি – বিএমডব্লিউ, মার্সিডিজ, ফোর্ড ইত্যাদি।

Advertisements

এবার এই গাড়ির তালিকায় সামিল করলেন মার্সিডিজ বেঞ্জ GLS-কে? সম্প্রতি ফেসবুকের পাতায় দেখা গেল এই নতুন গাড়ির সঙ্গে সৌরভ গাঙ্গুলীকে। ছবিতে এটাও দেখা যাচ্ছে যে, সৌরভ গাঙ্গুলী তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন। গাড়ির কোম্পানি থেকে সৌরভ গাঙ্গুলীকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। তবে মহারাজ গাড়িটি কিনেছেন কি না সেটা এই পোস্টটিতে উল্লেখ করা হয়নি।

বর্তমানে মার্সিডিজ বেঞ্জ GLS গাড়িটির অন-রোড মূল্য প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা। কিন্তু গাড়িটিকে আপনার নিজের পছন্দমত কাস্টমাইজ করতে পারবেন। সৌরভ গাঙ্গুলীর ফটো দেখে যতদূর বোঝা যাচ্ছে এই কাস্টমাইজেশনে গাড়িটির মূল্য গিয়ে দাঁড়াবে প্রায় ৩ কোটির কাছাকাছি। তার অনুরাগীদের প্রশ্ন এই এত সুন্দর গাড়িটি কি দাদা তার স্ত্রীকে উপহার দিলেন? তবে যাই হোক না কেন গাড়িটি কিন্তু খাসা হয়েছে।

Related Articles