Soumitrisha Kundu: ‘অনুরাগের ছোঁয়া’র ডাক্তারবাবুর প্রেমেই হাবুডুবু খাচ্ছে মিঠাই? অবশেষে মুখ খুললেন সৌমিতৃষা

Advertisement

গোপনে প্রেম করছেন সকলের প্রিয় ‘মিঠাই’ এবং ‘সূর্য’! এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। একজন ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, আরেকজন ‘অনুরাগের ছোঁয়া’র অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। দর্শকদের মাঝে সমান জনপ্রিয় তারা দু’জন। সম্প্রতি শোনা যাচ্ছে তারা নাকি গোপনে প্রেম করছেন। আর তাদের কাছাকাছি এনেছেন স্বয়ং কৃষ্ণ।

Advertisements

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নিয়েছিলেন দিব্যজ্যোতি। যেখানে দেখা যাচ্ছে সৌমিতৃষা কপালে রসকলি এঁকে, মাথায় ওড়না বেঁধে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে দিব্যজ্যোতিও রসকলি এঁকে ছবি তুলেছেন। নিজের জন্মদিনে সৌমিতৃষা গিয়েছিলেন বৃন্দাবনে। সেখানে গিয়েই ছবিটি তুলেছিলেন।

Advertisements

তাদের দু’জনের এই ছবিটি কোলাজ করে কোনো অনুরাগী পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেটি শেয়ার করেন দিব্যজ্যোতি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সকলেই মনে করেন হয়তো গোপনে প্রেম করছেন এই দু’জন। তবে এই বিষয়ে দিব্যজ্যোতি জানিয়েছেন তার ছবিটি ইসকনে তোলা ছিল। কাকতালীয়ভাবে একই সময় তারা ছবিগুলি পোস্ট করেছিলেন।

আর যেহেতু ওই কোলাজটি তার পছন্দ হয়েছিল তাই তিনি সেটি স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন। এর সাথে দু’জনের সম্পর্কের কোনো ব্যাপার নেই। তারা আসলে ভালো বন্ধু। আপাতত তিনি কাজের দিকেই মন দিতে চান। অন্যদিকে সৌমিতৃষা এই বিষয়ে জানিয়েছেন আগেও এরকম ঘটনা ঘটেছে। তাই তিনি এসব নিয়ে খুব বেশি মাথা ঘামান না।

Related Articles