Mithai: গৃহবধূর খোলস ছেড়ে মর্ডান ড্রেসে দুর্দান্ত নাচলেন মিঠাই, সঙ্গ দিলেন অনস্ক্রিন ভাসুর সোম

আরো একবার পর্দার ভাসুরের সাথে রিল ভিডিওতে নাচতে দেখা গেল সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুকে! যা দেখার পর সকলেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। খুব কম সময়ের মধ্যে সেটি সকলের মন জয় করে নিয়েছিল। যদিও বর্তমানে টিআরপির দিক দিয়ে সপ্তমস্থানে রয়েছে এই ধারাবাহিকটি।
তবে মিঠাইয়ের জন্য ভালোবাসা কমেনি দর্শকদের। অন্যদিকে পর্দায় সৌমিতৃষা এবং আদৃতকে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল ভিডিওতে অভিনেত্রীর সাথে দেখা যায় পর্দার ভাসুর সোম অর্থাৎ ধ্রুবকে। যদিও বেশ কয়েকদিন কোনো রিল ভিডিওতে দেখা যায়নি তাদের। তবে ফের একটি ভিডিওতে ধরা দিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হিন্দি গানের সাথে নাচছেন তারা। ধ্রুবর পরনে রয়েছে লাল রঙের ফ্লোরাল প্রিন্টেড শার্ট, সাদা প্যান্ট এবং চোখে সানগ্লাস। আর মিঠাইয়ের পরনে রয়েছে সাদা শার্ট, লাল কোট এবং প্যান্ট ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি সাদা হার্টের ইমোজি এবং আগুনের ইমোজি দিয়েছেন।
ভিডিওটি দেখার পর একজন লিখেছেন, ‘অনেকদিন পর তোমাদের একসঙ্গে দেখলাম খুবই ভালো লাগছে।’ আবার কারোর মতে, ‘সুপার ভিডিও’। সবমিলিয়ে এই ভিডিও পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন তারা। উল্লেখযোগ্য, মিঠাইতে এখন নতুন মোড় এসেছে। প্রথমে মিঠি এবং তারপর সেখানে এন্ট্রি হয়েছে মিঠাইয়ের। যদিও মিঠাইয়ের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে।