সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে চোখ ধাঁধানো উপহার দিলেন আম্বানি ও করণ, জানলে চমকে যাবেন
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে না আনলেও তাদের নিয়ে চলত গুঞ্জন। আর সেই গুঞ্জন পরিষ্কার হল গত সপ্তাহেই। মহা ধুমধামের মধ্যে দিয়ে বিয়ে সারলেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ে ও গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভাইরাল হয় নিমেষেই। বিয়েতে কিয়ারার পোশাক ও গয়না ছিল নজরকাড়া।
অপরদিকে সিদ্ধার্থের বিয়ের পোশাক ছিল নজরকাড়া। পরিবার, বন্ধুদের নিয়ে মহা ধুমধাম করে বিয়ে সারেন যুগল। এরপর মুম্বাই ফিরে রিসেপশন পার্টি দিতেও ভোলেননি তারা। দিল্লি ও মুম্বাইতে আয়োজন করা হয় পার্টির। পার্টিতে দেখা গিয়েছে তাবড় তাবড় তারকাদের। রিসেপশনের পার্টিতেও কিয়ারার গয়না নজর কাড়ে সকলের৷ পান্না বসানো হিরের গয়না যেনো বাকি সবকিছুকে ম্লান করে দিচ্ছিল।
পরিবার, বন্ধুবান্ধব থেকে সেলিব্রিটি তারকা সকলেই নবদম্পতিকে নানান উপহারে ভরিয়ে দেন। আর সেই উপহারগুলির মধ্যে দু’জনের উপহার ছিল নজরকাড়া। একজন হলেন করণ জোহর (Karan Johar) ও ইশা আম্বানি (Isha Ambani)। করণ জোহরের ‘শেরশাহ’ ছবিতে জুটি হিসেবে অভিনয় করেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাদের জুটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়। করণ জানালেন, আগামী তিনটি ছবিতে জুটি হিসেবে তিনি বেছে নেবেন সিদ্ধার্থ ও কিয়ারাকে।
অপরদিকে মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির সঙ্গে দারুণ বন্ধুত্ব কিয়ারার। প্রিয় বান্ধবীর রিসেপশনে ইশা উপস্থিত থাকবেন না তা হয় না। প্রিয় বান্ধবীকে বিয়ের জন্য ইশা একটি দারুণ উপহার দেন। তিনি কিয়ারাকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন। রিলায়েন্সের একটি সেগমেন্টের প্রচারের মুখ হিসেবে দেখা যাবে কিয়ারাকে। রিলায়েন্স ট্রেন্ড ফুটওয়ার সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে সুযোগ পাবেন কিয়ারা।