Shahrukh Khan: বড় ছেলে আরিয়ানের পুত্র আব্রাম! শাহরুখের বেফাঁস মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Shahrukh Khan: শাহরুখের তৃতীয় সন্তান আব্রাম খান আসলে আর কেউ নয় তারই প্রথম পুত্র আরিয়ানের অবৈধ সন্তান! এমনই জল্পনা ছড়িয়েছিল একসময়। আসলে বলিউড তারকা মানেই সমালোচনা। বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচনায় উঠে আসেন তারা। যার মধ্যে কিছু কিছু ঘটনার যেমন সত্যতা রয়েছে, আবার কিছু কিছু কথা নেহাতই জল্পনা। সেরকমই জল্পনা শিকার হয়েছিলেন আরিয়ান।
বলিউড তারকাদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও কৌতূহলের শেষ থাকে না দর্শকদের। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন সব বিষয়ই হয়ে ওঠে হটটপিক। এই তো কিছুদিন আগেই মাদককাণ্ডে নাম জড়িয়েছিল তার। তবে এর আগেও আরো একবার ভয়ংকর তথ্য উঠে এসেছিল তার সম্পর্কে। যা রীতিমতো অবাক করেছিল সকলকে।
কারণ, নিজের ভাই আব্রামকেই তার অবৈধ সন্তান হিসেবে দাবী করা হয়েছিল। এই ঘটনার বেশ কিছু সময় পর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। মজার ছলে বলেছিলেন, ‘২০১৩ তে আমি ও গৌরী ঠিক করেছিলাম তৃতীয় সন্তান নেবো। কিন্তু খবর ছড়ায় যে আব্রাম আসলে আমাদের প্রথম সন্তানের অবৈধ সন্তান। সেই সময় আরিয়ান মাত্র ১৫ বছর বয়সী ছিল।
‘পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন বিষয়টা নিয়ে তারা ভীষণে বিরক্ত হয়েছিলেন। কারণ, এতো কম বয়সে এমন গুজব সত্যি অবাক করে সকলকে। তবে সেসব কোন অতীত, বর্তমানে আরিয়ান বছর ২৫ এর সুদর্শন যুবক। খুব শীঘ্রই বলিউডে পা রাখছেন তিনি। তবে অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে। আর এই সিনেমা প্রযোজনার দায়িত্বে থাকবে বাবার সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট।’