হোটেলে গেলেই এই জিনিসটি চুরি করেন শাহরুখ, নিজের মুখেই বদভ্যাস ফাঁস করলেন ‘বাদশা’
হোটেলে গেলেই চুরি করেন বলিউড বাদশা শাহরুখ খান! এমনই তথ্য তিনি তুলে ধরেছেন অনুরাগীদের সামনে। যা শোনার পর রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। বলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডে নিজের রাজত্ব বজায় রেখেছেন তিনি।
দীর্ঘ চার বছর পর তিনি ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন। আর ফিরেই যে ইতিহাস গড়েছেন তা আমরা সকলেই জানি। এখনো পর্যন্ত ‘পাঠান’ ঝড় চলছে প্রেক্ষাগৃহে। আর এসবের মাঝেই তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দর্শকদের। আসলে তিনি জানিয়েছেন হোটেলে গেলেই তিনি চুরি করেন। লজেন্স পেলেই চুপিচুপি পকেটে ভরে নেন।
যা শোনার পর অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি তারা বেশ মজাও পেয়েছেন। কারণ, তাদের প্রিয় তারকা যে সাধারণ মানুষের মতোই আচরণ করেন তা সত্যি মজাদার। উল্লেখযোগ্য, দীর্ঘ কয়েক বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন অভিনেতা। যদিও প্রথমদিকে ‘বেশরম রঙ’ গানটি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল।
এমনকি কিছু মানুষ এই সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন। তবে সেই সব বিষয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ‘পাঠান’ ইতিহাস গড়েছে। অন্যদিকে খুব শীঘ্রই তার আরো একটি সিনেমা আসতে চলেছে। জানা গিয়েছে, এই সিনেমার নাম ‘জওয়ান’। যেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা। এই সিনেমার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন দর্শকেরা।