একমাসে এত টাকা আয় করেন শাহরুখ খান, জানলে ভিরমি খাবেন
তিনি বলিউডের ‘বাদশা’, কোটি কোটি দর্শকদের মনে বিরাজ করছেন। তবে অভিনেতা হিসেবে কত টাকা উপার্জন করেন তিনি? এমনই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল শাহরুখ খানের উদ্দেশ্যে। অকপটে যার উত্তর দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন অভিনয় করে কেমন উপার্জন করেন তিনি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা।
আর ফিরেই যে রেকর্ড গড়েছেন তা সকলেরই জানা। কারণ, ‘পাঠান’ সিনেমা বক্সঅফিসে কত টাকা উপার্জন করেছে তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এমনকি তার ম্যাজিকের কাছে হার মানতে বাধ্য হয়েছে বয়কটকারীরা। হাজার কোটি টাকার ব্যবসা করতে চলেছে এই সিনেমা। শোনা গিয়েছিল তিনি নাকি এই সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি টাকারও বেশি পেয়েছেন।
আসলে বর্তমানে সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। সিনেমায় কাজ না করেও তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। যেহেতু বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করতে দেখা যায় তাকে। তবুও সকলের মনে প্রশ্ন থেকে যায় কত টাকা উপার্জন করেন তিনি এক একটি সিনেমা থেকে? এক ভক্ত সেই প্রশ্নই করেছিলেন এই অভিনেতাকে।
Ek mahine mein kitna kama lete hain? 🤪 #AskSRK
— Aman Ahmed (@Aman37730999) January 4, 2023
আসলে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই #AskSRK নামক পর্বের আয়োজন করেন তিনি। সেখানে ১০ থেকে ১৫ মিনিটের জন্য শাহরুখ খানকে যে কোনো প্রশ্ন করতে পারেন তার ভক্তরা। অনেক বাঁকা বাঁকা প্রশ্নের হাস্যরসের সাথে উত্তর দেন তিনি। সেরকমই একজন তাকে জিজ্ঞেস করেছিলেন মাসে কত টাকা রোজকার হয় এই অভিনেতার? উত্তরে তিনি বলেন ‘প্রতিদিন প্রচুর ভালাওবাসা পাই।’ যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।