কখনও বউ আবার কখনও প্রেমিকা! চ্যাংড়া যুবকদের জ্বালায় অতিষ্ট ‘তেরি মেরি’ রানু মণ্ডল
আরো একবার ইউটিউবারদের কারণে ট্রোলিংয়ের শিকার হতে হলো রানু মন্ডলকে। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে থাকেন তারা এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত হয়ে থাকবেন। কারণ, খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। রাণাঘাটের স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলেন বলিউড স্টুডিওতে। সেখানে গিয়ে একটি গান গেয়েছিলেন এই শিল্পী।
তবে ভাগ্যের পরিবেশ এমনই যে ফের তাকে আগের জীবনেই ফিরতে হয়েছে। বর্তমানে রাণাঘাটের বাড়িতে একাকী দিন কাটে তার। তবে প্রত্যেকদিন তার বাড়িতে পৌঁছে যান কোনো না কোনো ইউটিউবার। নিজেদের কনটেন্ট তৈরিতে ব্যবহার করেন রানু মন্ডলকে। যে কারণে যথেষ্ট বিরক্ত হন তিনি। তবুও ইউটিউবাররা বারবার তার বাড়িতে পৌঁছে যান।
সম্প্রতি সেরকমই ইউটিউবারের তৈরি করা একটি ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একটি যুবকের বাইকের পেছনে বসে রয়েছেন তিনি। সেটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শেষমেষ রানুর প্রেমিককে পাওয়া গেলো।’ ভিডিওটি দেখে অনেকেই বিভিন্ন হাস্যকর মন্তব্য করেছেন। কারোর মতে, ‘রানুকে বেতালের মতো লাগছে।’
আবার কেউ কেউ লিখেছেন, ‘রানুর প্রেমিক কানু।’ যদিও অনেকে আবার এর বিরোধিতা করেছেন। কারণ, তাদের মতে একজন মানসিকভাবে অসুস্থ মহিলাকে নিয়ে এভাবে ঠাট্টা-তামাশা করা মোটেই শোভনীয় নয়। উল্লেখযোগ্য, এই প্রথম নয় এর আগেও তাকে বিভিন্ন সাজে সাজিয়ে এমনকি বিয়ের কনে সাজিয়েও কনটেন্ট তৈরি করা হয়েছে।