বিনোদনভাইরাল ভিডিও

Ranu Mondal: মাস গেলে লক্ষ লক্ষ টাকা আয়, মুম্বাইয়ে রয়েছে গাড়ি-বাড়ি! কি জানালেন রানু মন্ডল? দেখুন ভিডিও

না কথা দিয়ে কথা রাখেন নি কেউ! প্রতিশ্রুতি দেওয়ার পরেও হাতে মেলেনি কিছুই। না পেয়েছেন ফ্ল্যাট, না পেয়েছেন গাড়ি। রানাঘাটের সেই পুরনো ভাঙ্গা বাড়িই এখন তার আস্তানা। সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ও সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রানু মন্ডল!

অতীন্দ্র মন্ডল-এর হাত ধরে রানাঘাটের 6 নম্বর প্লাটফর্ম থেকে সোজা পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে মিউজিক স্টুডিওয়। বিগত কয়েক বছরে বদলে গিয়েছিল তার জীবনের মানচিত্র। 2019 সালের এমন কোনো দুর্গাপূজার মণ্ডপ ছিল না যেখানে রানু মন্ডলের গাওয়া গান “তেরি মেরি কাহানি” বাজেনি। একজন স্টেশন চত্বরের ভিখারিনী থেকে সোজা হাইএন্ড পার্লারের মেকওভার সাথে একের পর এক টিভি অ্যাপিয়ারেন্স ও প্লেব্যাক সিংগিং এর অফার- রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি।

তবে গায়িকার কিছু বেফাস মন্তব্য ও কার্যকলাপের কারণে বদলে গেল তার ভাগ্যের ফের। তার প্রতি শো এর আয়োজকদের অভিযোগের পাশাপাশি ছবি তুলতে আসা ভক্তদের সাথে খারাপ ব্যবহার- বেশ কয়েকটি অসমীচীন কার্যকলাপের জেরেই পতন হয় রানু মন্ডল স্টারডমের। আপাতত দুই হাজার কুড়ি সালের মহামারীর জেরে জর্জরিত তিনি। ফিরে গিয়েছেন তার পুরনো আস্তানা সেই, রানাঘাটের ভাঙ্গা বাড়িতেই।

তবে পপুলারিটি এখনো কমেনি! যাকে একপ্রকার নেগেটিভ পাবলিসিটিই বলা যায়। কিছুদিন পূর্বে একটি চ্যানেল থেকে প্রকাশ করা ভিডিওতে রানু মন্ডলকে বলতে শোনা যায়, রানাঘাট থেকে মুম্বাইয়ে যাতায়াতের অসুবিধার কারণে সেখানে থাকবার জন্য সংগীতপরিচালক হিমেশ রেশমিয়া তাকে একটি ফ্ল্যাট কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাথে যাতায়াতের জন্য একটি চারচাকা কিনে দেওয়ার কথাও জানানো হয় হিমেশের তরফ থেকে। তবে আক্ষেপের সুর শোনা যায় রানুর গলায়। কথা দিয়েও কথা রাখেননি হিমেশ। বিষাদের সুরে সঙ্গীত পরিচালকের প্রতি একরাশ অভিমান উগরে দিলেন রানু!