‘চরম ভীতু বুম্বাদা’…প্রসেনজিতের সিক্রেট ফাঁস করে বোমা ফাটালেন অভিনেত্রী রচনা

পর্দায় তিনি দাপুটে চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে ভীষণ ভীতু একজন মানুষ! প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে এমনই গোপন রহস্য ফাঁস করলেন আরেক অভিনেত্রী রচনা ব্যানার্জি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন পর্দায় দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে বাস্তব জীবনে এমন কী রয়েছে যা দেখে ভয় পান এই অভিনেতা?
এই বিষয়ে শাশ্বত চ্যাটার্জি সঞ্চালিত শো ‘অপুর সংসার’এ এসে জানিয়েছেন অভিনেত্রী। একসাথে ৩৫ টি সিনেমায় অভিনয় করেছেন রচনা এবং প্রসেনজিৎ। তাই তাদের বাস্তব জীবনেও বেশ ভালোরকম বন্ধুত্ব রয়েছে। তাইতো প্রসেনজিতের সম্পর্কে অনেক তথ্য জানেন অভিনেত্রী। তিনি বলেন বাস্তব জীবনে ভীষণই ভীতু একজন মানুষ প্রসেনজিৎ।
বিশেষ করে নাকি গাড়ি চালানোর সময় খুবই ভয় পান অভিনেতা। তার গাড়ির স্পীড তাই সবসময় খুব কম থাকে। অভিনেত্রীর মতে প্রসেনজিতের সাথে কোনো কনসার্ট থাকলে অনেকটা সময় নিয়ে বেরোতে হয় তাদের। কারণ, তার গাড়ির স্পীড এতোটাই কম থাকে যে ৩ ঘন্টার রাস্তা পৌঁছতে লাগে ৬ ঘন্টা সময়। আরো একটি মজাদার তথ্য ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
জানিয়েছিলেন একবার একটি কনসার্ট করতে যাওয়ায় প্রচুর মানুষের ভীড় হয়েছিল। আসলে সকলেই প্রসেনজিৎকে দেখার জন্য ভীড় জমিয়েছিলেন। তবে এতো মানুষের মাঝে নাকি ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা। এমনকি স্ত্রী অর্পিতাকেও বাইরে বের হতে দিচ্ছিলেন না তিনি। অভিনেতা সম্পর্কে এই তথ্য জানার পর বেশ মজা পেয়েছেন অনুরাগীরা।