Rachna Banerjee : মাথায় বাজ পড়লো রচনা ব্যানার্জির! অভিনেত্রীর ভক্তকুলেও শোকের ছায়া

Advertisement
  • Rachna Banerjee : টেলিভিশনের পর্দায় জনপ্রিয় গেম শো বলতে সকলেই যেটির নাম বলবেন সেটি হল ‘দিদি নং ওয়ান’। এই শো-তে বাংলার নানান প্রান্ত থেকে মানুষ আসেন। সেখানে তাদের জীবনের নানান ওঠাপড়ার কাহিনি বলতে থাকেন। এভাবে সমাজের প্রকৃত রূপকে তুলে আনে এই গেম শো। মানুষের দৈনন্দিন জীবনের লড়াইকে সকলের সামনে তুলে ধরা হয়। তাই এভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে এই শো।

Advertisements

এই কারণে টিআরপি নিয়ে কোনোদিন বিশেষ ভাবতে হয়নি ‘দিদি নং ওয়ান’-কে। কারণ টিআরপি তালিকায় বরাবরই প্রথমের দিকে জায়গা করে নিতে পেরেছে এটি। তবে এনার যেনো বেশ চিন্তায় পড়তে হলো। এবার টিআরপি দৌড়ে পিছিয়ে পড়ল রচনা ব্যানার্জীর শো। সেই স্থান তাহলে কে জিতে নিল! ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ মিঠুন চক্রবর্তী এসেও টিআরপিতে এগিয়ে যেতে পারেনি কিন্তু তাহলে কোন অনুষ্ঠান পিছনে ফেলে দিল বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা শো-কে।

Advertisements

ছিল না লাক্সারি গাড়ি, রাস্তায় মিঠুনকে টেম্পো করে ফিরতে দেখে যা করেছিলেন অমিতাভ বচ্চন

অনেকেই বলছেন এই কান্ডের জন্য আসল দায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সম্প্রতি শুরু হয়েছে আইপিএল-এর নতুন সিজন। আর এটি শুরু হওয়ার পর থেকে সমস্ত টেলিভিশন চ্যানেলে আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। নন ফিকশন ও ফিকশন উভয় ক্ষেত্রে কমে গিয়েছে টিআরপি। রবিবার ছিল এই শো-এর ‘সানডে ধামাকা’ পর্ব। আর ওইদিন আইপওএল-এর কারণে তা মাঠে মারা যায়।

তবে কি ‘দিদি নং ওয়ান’ গেম শো-এর পিছনে ‘আইপিএল’-ই দায়ী! কিন্তু তার উত্তর ‘না’। কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ মার্চের যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা গিয়েছে ওইসময় ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস’-এর সম্প্রচার হয়। তখন ‘দিদি নং ওয়ান’-এর ‘সানডে ধামাকা’ এপিসোডের টিআরপি শূন্য হয়েছে। এবার ‘দিদি নং ওয়ান’ ২.৫ রেটিং নিয়ে টিআরপি তালিকায় জায়গা করেছে।

Related Articles