বিনোদন

সজনে ডাটা সাংসদ! নুসরতের ‘পাতলি কমরিয়া’ দেখে তুমুল কটাক্ষ নেটিজেনদের

আরো একবার নিজের চেহারার কারণে তুমুল ট্রোলিংয়ের শিকার হলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান! রাজনীতির সাথে কেরিয়ার কীভাবে সামলে চলতে হয় তা বেশ ভালোমতোই জেনে গিয়েছেন এই অভিনেত্রী। তাইতো সাংসদ হওয়ার পাশাপাশি কেরিয়ারেও মনোযোগ দিয়ে চলছেন তিনি। বেশ কতগুলো বছর তিনি কাটিয়ে ফেলেছেন টলিউডে।

ব্যক্তিগত জীবনে এসেছে নানান চড়াই-উতরাই, তবে সেসব সামলে দিব্যি নিজের মতো জীবনযাপন করছেন তিনি। অন্যদিকে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন নানান ছবি থেকে শুরু করে ভিডিও ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বর্তমানে তিনি রয়েছেন উদয়পুরে আর সেখান থেকে একাধিক ছবি তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে।

একটি ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো ঢিলেঢালা প্যান্ট এবং সাদা-কালো প্রিন্টেড ক্রপ টপ সঙ্গে খোলা জ্যাকেট। তবে সেই ছবি দেখে নানান কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন লিখেছেন, ‘যতই সুন্দর করে সাজুন না কেন ওই কৃত্রিম ঠোঁটের দিকেই চোখ চলে যায়।’ আবার তিনি অত্যাধিক রোগা হওয়ার কারণে কেউ কমেন্টে ‘পাতলি কমরিয়া’ গান জুড়ে দিয়েছেন।

এমনকি কেউ কেউ ঠিকমতো খাওয়া-দাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও এসব কটাক্ষে কখনোই তোয়াক্কা করেন না অভিনেত্রী বরং নিজের ছন্দে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। উল্লেখযোগ্য, আগে নুসরত যেমন দেখতে ছিলেন তার থেকে অনেকটাই পরিবর্তন এসেছে তার মধ্যে। এমনকি মা হওয়ার পর তার শরীরে মেদের বিন্দুমাত্র চিহ্ন নেই বরং ধীরে ধীরে আরো স্লিম হয়েছেন তিনি।