ভরা মঞ্চে নিজের ‘বেশরম রঙ’ দেখালেন সাংসদ-অভিনেত্রী নুসরত!

সিনেমার পর্দায় ‘পাঠান’ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন। কিন্তু এখনও যেনো তার রেষ কাটেনি৷ অনেকেই এই ছবির গানে নিজেদের কোমর দুলিয়ে ভিডিও পোস্ট করতে ব্যস্ত থাকেন৷ আর এভাবেই মাঝেমধ্যে দেখা যায় ছবির গানে রিলস্ ভিডিও ভাইরাল হতে। তেমনই টলিউড অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan) মাতলেন এই গানে। নুসরাতকে নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক কালে বেশ চর্চিত নুসরাতের নাম।
যদিও তাতে অভিনেত্রী যেনো পরোনা করেন না। নিজের মতন চলতে ভালোবাসেন তিনি। স্বামী যশ ও পুত্রকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর৷ মাঝেমধ্যে ঘুরতে চলে যাচ্ছেন স্বামীর সঙ্গে। আর সেই ছবি ও ভিডিও পোস্ট করতেও ভুলছেন না তিনি। সম্প্রতি এবার হট ও বোল্ড লুকে সকলের সামনে হাজির হলেন অভিনেত্রী।
নুসরাত মাঝেমধ্যে নানান লুকে ফটেশ্যুটের ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। এবার হট লুকে নুসরাত নজর কাড়লেন সকলের। এক বিজ্ঞাপনী সংস্থার মুখ হলেন অভিনেত্রী৷ সেই অনুষ্ঠানের মঞ্চে দারুণ পারফরম্যান্সে সকলের মন জয় করে নিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তা পোস্ট করতেও ভোলেননি তিনি।
ভিডিওতে নুসরাতের পরনে রয়েছে সাদা ঝালর লাগানো নীল রঙের সিকোয়েন্সের টপ ও প্যান্ট। খোলা চুলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি৷ মানানসই করে গলায় পরেছেন পাথর বসানো চোকার৷ পোশাকের সঙ্গে মানানসই করে মেকাপ করেছেন তিনি। ভিডিওটির শুরুতে নুসরাত বলছেন, হেলদি কিছু পাচ্ছেন না তাই স্যান্ডউইচ, ডালমুট খাচ্ছেন৷ এরপর মঞ্চে উঠে তাকে ‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’ গানে নাচ করতে দেখা যায়। এছাড়া ‘নাচ মেরি রানী’ গানেও নাচ করেন নুসরাত। নুসরাতের এই নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।