Ma Serial: শীঘ্রই আসতে চলেছে ‘মা’ সিজন ২? জল্পনা বাড়িয়ে একফ্রেমে বন্দি হলেন ঝিলিক-ফুলকি-বিল্টু

Advertisement

Ma Serial: একসময় বাংলার ঘরে ঘরে একটিই ধারাবাহিক সম্প্রচারিত হত, আর সেটি হল ‘মা’। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। সেইসময় সন্ধ্যা হলেই প্রতি ঘরে ঘরে চলত এই ধারাবাহিকটি। এটি স্টার জলসার অন্যতম দীর্ঘমেয়াদি জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের শুরু থেকেই দেখা যেতো ছোট্ট ঝিলিক তার মা’কে খুঁজতে খুঁজতে বড় হয়ে ওঠে।

Advertisements

পর্দায় ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তিথি বসুকে (Tithi Basu)। তার ভাই বিল্টুর চরিত্রে দেখা গিয়েছিল আয়ুশ দাসকে (Ayush Das)। এবং ছোট্ট ফুলকির চরিত্রে দেখা গিয়েছিল ভাবনা ব্যানার্জিকে (Bhavana Bannerjee)। ধারাবাহিকে তাদের দেখে দর্শকেরাও বেশ আনন্দ পেতেন। দেখতে দেখতে ১২ বছর কেটে গিয়েছে। বর্তমানে ঝিলিক, বিল্টু ও ফুলকি বড় হয়ে গিয়েছে।

Advertisements

এত বছরে তাদের সবকিছু বদলে গেলেও বদলায়নি একটি জিনিস। তারা আগের মতই একসঙ্গে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি আবার আসতে চলেছে ‘মা’ ধারাবাহিকের সিক্যুয়েল? যদিও এমন খবর পাওয়া যায়নি। দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে হলেন তিথি, আয়ুশ ও ভাবনা। তাদের সেই মিষ্টি মূহুর্তের ছবি এদিন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

পুরোনো বন্ধুত্বকে ঝালিয়ে নিলেন তারা। তিনজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাবনা লেখেন, বড়রা তাদের চিল্লার পার্টি ডাকত। এখনও তিনি সেই ডাকটির সঙ্গে রিলেট করতে পারেন। এর পাশাপাশি ভাবনা জানান, এই শো-য়ে অভিনয় করতে গিয়ে তারা অনেক ভালোবাসা পেয়েছেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিথি চবি পোস্ট করে লিখেছেন, “তাহলে কি ফুলকি আবার পরী থেকে বিল্টুকে আলাদা করে দিতে চাইছে? যাইহোক মজা করছিলাম, আমরা আবার ১২ বছর পর দেখা করলাম”।

Related Articles