বিনোদন

‘বালিঝড়’ আসতেই স্ত্রী তৃণার প্রশংসায় মুখর নীল, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে কি বললেন অভিনেতা?

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে স্ত্রী তৃণা সাহাকে নতুন ধারাবাহিকের জন্য শুভকামনা জানালেন অভিনেতা নীল ভট্টাচার্য। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলির জনপ্রিয়তা ঠিক কী পরিমাণে বেড়ে গিয়েছে। একেকজনের পছন্দ একেক রকমের ধারাবাহিক। সেই দিকটি মাথায় রেখে বিভিন্ন চ্যানেলের তরফ থেকে নানান স্বাদের ধারাবাহিক নিয়ে আসেন নির্মাতারা।

সেরকমই টেলিভিশন ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় দুই তারকা হলেন তৃণা এবং নীল। তৃণাকে এর আগে দেখা গিয়েছিল ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের চরিত্রে। সেই ধারাবাহিক শেষ হলে অন্য ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি। গত 6ই ফেব্রুয়ারী থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘বালিঝড়’ নামক সেই ধারাবাহিক। যেখানে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হবে।

মুখ্য চরিত্রে অভিনয় করবেন কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়, তৃণা। এই নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে লিখেছেন, ‘নতুন কাজ এলেই মাথায় নানান চিন্তা চেপে বসে। তবে আমি আমার বন্ধু, দর্শক, সকলকে জানাতে চাই আমাকে এতো ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।’

সেখানে কমেন্ট করেছেন তার স্বামী নীল। তিনি লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমার এই ধারাবাহিক টিআরপির তালিকায় প্রথম স্থানে জায়গা করে নেবে।’ যার দ্বারা এটাই স্পষ্ট যে এর আগে তাদের মধ্যে যে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল তার কোনো সত্যতা নেই বরং তাদের মধ্যে বেশ ভালো সম্পর্কই রয়েছে।