অমিতাভ পত্নী জয়ার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী!

জয়া বচ্চনের কারণেই একটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জী! একটি সাক্ষাৎকার তেমনটাই জানিয়েছেন তিনি। টলিউড হোক বা বলিউড সব জায়গাতেই রাজত্ব করেছেন মৌসুমী। তবে একটা সময় পর অভিনয় জগৎ পুরোপুরি ছেড়ে দেন তিনি, মনোনিবেশ করেন সংসারে। তবে বলিউড কিন্তু আজও তাকে ভোলেনি।
সবসময়ই প্রাণখোলা স্বভাবের ছিলেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি পরিবারকেও ভরপুর সময় দিতেন তিনি। অন্যদিকে কেরিয়ারে কাজের বাইরে কখনোই অন্যদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতেন না তিনি। আর এই কারণেই বহু সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাকে। ‘কোশিশ’ নামক একটি সিনেমায় সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করার কথা ছিল তার।
যেটি মূলত মূক ও বধির দম্পতিকে নিয়ে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই সিনেমাটি জাতীয় পুরস্কার লাভ করেছিল। প্রথমদিকে সিনেমা শ্যুটিং শুরু করে দিয়েছিলেন মৌসুমী। তবে পরবর্তী সময়ে জয়া বচ্চনের কারণে তিনি বাদ পড়েন এই সিনেমা থেকে। তার মতে তিনি নাকি ম্যানিপুলেশনের শিকার হয়েছিলেন।
তিনি জানিয়েছেন যে সময় সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল, তখন শ্যুটিং সেটে জয়ার ম্যানেজার ঘুরঘুর করতেন। হঠাৎ করে একদিন তাকে বলা হয় তাকে শ্যুটিংয়ের জন্য রাতে আসতে হবে। কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে তিনি আসতে রাজী হননি। এরপর তাকে বলা হয় এই সিনেমার জন্য অনেক অভিনেত্রী লাইনে রয়েছেন। তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নিতে বলেন অভিনেত্রী। পরে এই সিনেমার জন্য জয়াকে বেছে নেওয়া হয়।