বেডরুম থেকে এমন ছবি শেয়ার করলেন মনামী, উত্তেজিত পুরুষ ভক্তরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ! টেলিভিশন ইন্ডাস্ট্রির মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। যদিও শুধুমাত্র ছোটপর্দাতেই থেমে থাকেননি, কাজ করেছেন বড়োপর্দাতেও। এছাড়া নাচের জন্য বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভীষণiই সক্রিয় তিনি।
যেখানে নিত্যদিন নানান ছবি ও ভিডিও ভাগ করে নেন। আসলে অনুরাগীর সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো রংয়ের ক্রপ টপ, সাথে একটি লাল রঙের ট্রাউজার। পায়ে হলুদ রঙের পাম্প শু। বুটকাট ট্রাউজারে সত্তরের দশকের আবহ তৈরি করেছিলেন তিনি।
হোটেলের রুমে এই ছবিগুলো তুলেছেন তিনি। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তবে একইসাথে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। যেমন কেউ কেউ লিখেছেন, ‘সকলের ভাগ্য থাকে কপালে। কিন্তু মনামীর ভাগ্য রয়েছে তার নিতম্বে।’ শুধু তাই নয় অভিনেত্রীর ট্রাউজার নিয়েও অনেকে কটাক্ষ করেছেন। যদিও এসব বিষয়কে কখনোই বেশি গুরুত্ব দেন না তিনি।
কারণ, এই প্রথম নয় এর আগেও একাধিকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। কখনো নাচের কারণে আবার কখনো পোশাকের কারণে সমালোচনা করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’এ। যেখানে গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।