উন্মুক্ত ক্লিভেজে নিজের যৌবন দেখিয়ে পুরুষ ভক্তদের ঘুম উড়ালেন মোনালিসা (Video)

Advertisement

সম্প্রতি এবার মেরুন শাড়িতে অনুরাগীদের বুকে ঝড় তুললেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা! এই অভিনেত্রীকে কমবেশি সকলেই চেনেন। একদিকে যেমন তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ, তেমনি অন্যদিকে কাজ করেছেন হিন্দি ও বাংলা ইন্ডাস্ট্রিতেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা কয়েক লক্ষ।

Advertisements

যাদের সাথে নিত্যদিন তিনি ভাগ করে নেন নিজের নানান লাস্যময়ী অবতারের ছবি থেকে শুরু করে ভিডিও। আসলে কীভাবে অনুরাগীর সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। তাইতো কখনো ভারতীয় আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে মেলে ধরেন তিনি। আর তার সৌন্দর্য্য যে ঘায়েল করতে সক্ষম অনুরাগীদের তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Advertisements

সম্প্রতি সেরকমই একগুচ্ছ ছবি তিনি ভাগ করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি মেরুন রঙের শাড়ি, সাথে রয়েছে মেরুন রঙের স্লিভলেস ডিপনেক ব্লাউজ। ব্লাউজ ডিপনেক হওয়ার কারণে স্পষ্ট হয়েছে তার বক্ষ বিভাজিকা। এই পোশাকে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন।

আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে প্রাণোচ্ছল ভঙ্গিমায় তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সে তার মত্ততায় স্বাধীন, সে যেন এক আশ্চর্য, সে মুক্ত এক জলকণা।’ সত্যিই যেন তাই, তার আবেদনময়ী মত্ততা উষ্ণতা বাড়িয়ে তুলেছে বহুমাত্রায়। তাইতো ছবিগুলি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। সাথে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Related Articles