৭২-এ এসেও ধামাল মাচাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ছেলের প্রথম ডেবিউ ছবিতে ফাটিয়ে নাচলেন ‘ডিস্কো ড্যান্সার’

Advertisement

টলিউড থেকে বলিউড সর্বত্র নিজের অভিনয়ের দাপট বজায় রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। বাংলা সিনেমার ‘মহাগুরু’ ও বলিউডের ‘ডিসকো ড্যান্সার’-এর বয়স বাড়লেও জনপ্রিয়তা রয়েছে প্রথম দিনের মতই। এবার মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি (Namashi Chakraborty) এবার প্রবেশ করতে চলেছেন ক্যামেরা জগতের দুনিয়ায়।

Advertisements

তবে সেখানেও বাবা ছিনিয়ে নিলেন সমস্ত লাইমলাইট। অনেকদিন আগেই জানা যায়, বলিউডে ‘ব্যাড বয়’ ছবির মধ্যে দিয়ে সিনেমা জগতে প্রবেশ করতে চলেছে নমশি। এই ছবিতে তার বিপরীতে থাকবেন এক নতুন মুখের অভিনেত্রী আমরিন। মিঠুন চক্রবর্তীর ছেলের অভিনয় কেমন তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন।

Advertisements

তবে সিনেমা মুক্তি পাওয়ার আগে সিনেমার একটি গান মুক্তি পেলো। ‘ব্যাড বয়’ ছবির গান ‘জনাবে আলি’-তে এবার দেখা গেলো বাবা ও ছেলেকে। নায়ক ও নায়িকার থেকে তার প্রতি যেনো সকলের নজর। ‘জনাবে আলি’ গানটি একটি পার্টি ট্র্যাক। এই গানের মধ্যে দিয়ে বাবা ও ছেলে একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন।

বাবা ও ছেলের এই যুগলবন্দী যেনো নেট দুনিয়ার সকলেরই পছন্দ হয়েছে। ছবিতে এই গানটি লেখা, গাওয়া ও কম্পোজ করার দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া। ইতিমধ্যে গানটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন। ছবিতে একাধিক তারকার পাশাপাশি রয়েছে বাঙালি তারকা শ্বাশত চট্টোপাধ্যায়। আগামী ২৮শে এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি।

Related Articles