Video: ঈশ্বর সাধনায় ব্রতী হলেন মিঠাই! অভিনেত্রীর ধর্ম যজ্ঞে মুগ্ধ ভক্তরা
টলিপাড়ায় ছোটো পর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে গিয়েছেন তা আর নতুন করে বলার কিছু নেই। ‘মিটাই’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করে একেবারে তুঙ্গে তার জনপ্রিয়তা। তাকে সৌমিতৃষা হিসেবে কম, মিঠাই হিসেবে বেশি মানুষ তাকে চেনেন।
এর আগেও তিনি অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা পাননি। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি শান্তশিষ্ট ভাবভঙ্গি সকলেই পছন্দ করেন। তিনি যে একজন ঈশ্বরপ্রেমী মানুষ তা সকলেই জানেন। ঈশ্বরের প্রতি তার অগাধ ভক্তি। নিজের জন্মদিনে তাই বৃন্দাবনে কাটালেন তিনি।
দোলের দিন তিনি রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও ভোলেননি তিনি। সেখানে তাকে দেখা গিয়েছে লাল রঙের কুর্তি, মাথায় গামছা বাঁধা এবং বিনা মেকাপে যজ্ঞের সামনে বসেছেন তিনি। তার ঈশ্বর ভক্তি দেখে নেট দুনিয়ার অনেকেই খুশি হয়েছেন।
সকলেই অভিনেত্রীর মঙ্গল কামনা করেছেন। আর এই ভিডিও ভাইরাল হয়ে যেতে সময় নেয়নি। ক্যামেরা দুনিয়ায় তারকাদের বিশেষ ঈশ্বর ভক্ত হিসেবে দেখা যায় না। তবে সম্প্রতি সৌমিতৃষার এি ভিডিও নেট দুনিয়ার অনেককেই মুগ্ধ করেছে।