Mithai: মিঠির বিয়ে ভাঙতে ছদ্মবেশে হাজির মিঠাই-সিদ্ধার্থ, নতুন প্রোমোতে চমকে গেলেন দর্শকেরা

Mithai: দীর্ঘ দুই বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে ‘মিঠাই’। শুরু হওয়ার প্রথম দিন থেকে এই ধারাবাহিক সকলের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় প্রথমেই নাম থাকে এই ধারাবাহিকের। তবে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় নীচের দিকে স্থান পেয়েছে এই ধারাবাহিক। তবে জনপ্রিয়তা কমেনি।
ধারাবাহিকের গল্পে মোড় ঘুরলে সকলেই সেই দিকে চেয়ে থাকেন। নতুন গল্পের মোড়কে মিঠাই ফুলেফেঁপে উঠেছে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে জি বাংলার আফিশিয়াল পেজে। আর সেই প্রোমো ভিডিওতে ধারাবাহিকের নতুন গল্প হাজির। তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
সম্প্রতি সেই প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে মিঠির বিয়ে। মিঠিকে একপ্রকার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে হাজির হয়েছে মিঠাই ও সিদ্ধার্থ। কিন্তু তাদের রূপে বেশ বদল। সিদ্ধার্থকে দেখা গিয়েছে ডাকাবুকো সাজে। বন্দুক হাতে, অটো নিয়ে হাজির সে। অপরদিকে মিঠাইকে দেখা গিয়েছে পুরোহিতের বেশে। মিঠাইকে বলতে শোনা যায়, মিঠি পালিয়ে আর, তের জন্য অন্য পাত্র অপেক্ষা করছে।
মিঠাইয়ের এই কথা শুনে মিঠি এক দৌড়। কিন্তু এরপর তবে কী হবে? মিঠির সঙ্গে কার বিয়ে হবে! সকলেই ভাবছেন ডাক্তারবাবুর সঙ্গে বিয়ে হবে মিঠির। তবে সেই উত্তর জানতে গেলে অপেক্ষা করতে হবে। এই ধারাবাহিকের টাইম স্লট বদলে গেলেও জনপ্রিয়তা একইরকম রয়েছে। একের পর এক নতুন প্লট মিঠাইকে সকলের কাছে জনপ্রিয় করে তুলেছে।