‘অর্জুন একদমই পারে না, বাধ্য হয়ে আমাকে করতে হয়’, একত্রবাসের সিক্রেট ফাঁস করলেন মালাইকা!

Advertisement

অর্জুন পারেন না, তাই বাধ্য হয়ে মালাইকাকেই করতে হয় এই বিশেষ কাজটি! অবাক হচ্ছেন তো? ভাবছেন এমন কী কাজ অর্জুন করতে পারেন না, যেটা মালাইকাকে করতে হয়? আসুন তাহলে সম্পূর্ণ খোলসা করেই জানা যাক বিষয়টি। বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর এবং অভিনেত্রী মালাইকা অরোরার প্রেমের সম্পর্কের কথা কারোরই অজানা নয়।

Advertisements

আরবাজ খানের সাথে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ধরে অর্জুনের সাথে সম্পর্কে রয়েছেন মালাইকা। এমনকি খুব শীঘ্রই নাকি এই সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চলেছেন তারা। এরই মাঝে তাদের একটি ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন অর্জুন একদমই রান্না করতে পারেন না। তাই বাধ্য হয়ে তাকেই সব রান্নাবান্না করতে হয়।

Advertisements

একটি সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমিই অর্জুনের জন্য রান্না করি। যে রান্না করতেই জানে না, তাকে সেই কাজের ভার দেওয়ারও কোনো মানে হয় না। তবে আমার রান্না ও খুব উপভোগ করে। এটাই ভালো লাগার জায়গা।’ উল্লেখ্য, তাদের বয়সের ব্যবধান দীর্ঘ ১২ বছরের। এমনকি এক সন্তানের মা মালাইকা।

প্রথমদিকে তাদের সম্পর্ক নিয়ে একাধিক সমালোচনা হয়েছিল। তবে অভিনেত্রী জানিয়েছেন বয়সের তুলনায় অনেক বেশি পরিণত অর্জুন। ওনার মতোন পুরুষ এখনকার দিনে নাকি পাওয়া যায় না। পাশাপাশি এও জানিয়েছেন খুব শীঘ্রই তারা তাদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবেন। তবে সেই নিয়ে এখনই খুব বেশি পরিকল্পনা করছেন না তারা।

Related Articles