ভারতের এই ক্রিকেটারের সঙ্গে গভীর প্রেমে মশগুল ছিলেন বলি কুইন মাধুরী

নব্বই দশকের বলিউড অভিনেত্রী হলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তিনি একসময় বলিউডে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন। বলিউডের একাধিক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাই মাধুরির জনপ্রিয়তা একসময় ছিল গগনচুম্বী। আর এমন সুন্দরী অভিনেত্রীর প্রেমে পড়তেন সকল পুরুষ। তেমনি ক্রিকেট দুনিয়াতেও তাকে অনেকেই পছন্দ করতেন। সেইসময়ের এক ভারতীয় ক্রিকেটার মাধুরীর প্রেমে পড়েন।
তিনি হলেন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)। তিনি মাধুরির প্রেমে পড়েন। তাদের সম্পর্ক বলিউডে প্রায় সকলেই জানতেন। সেইসময় মাধুরির জনপ্রিয়তা ছিল মধ্যগগনে। বলিউডে মাধুরী তার অভিনয়, সৌন্দর্য, হাসি দিয়ে সকল দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সেইসময় মাধুরির সঙ্গে একাধিক তারকার নাম জড়ালেও সেই তালিকায় অজয় জাদেজাও ছিলেন।
একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। দু’জনের বেশ কিছু রোম্যান্টিক ছবি সকলের নজর কাড়ে। এরপর বলিউডে অজয়কে সুযোগ করে দেওয়ার জন্য মাধুরি মরিয়ে হয়ে ওঠেন। চেনা জানা পরিচালক, প্রযোজকের কাছে অজয়ের নাম সুপারিশ করেন তিনি। একটা সময় মাধুরি অজয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি হয়ে যান। তবুও তাদের প্রেম টেকেনি।
অজয় ছিলেন রাজ পরিবারের ছেলে অপরদিকে মাধুরী একটি সাধারণ ঘরের মেয়ে ছিলেন। তাই অজয়ের পরিবার মাধুরিকে পুত্রবধূ হিসেবে মানতে পারেননি৷ অপরদিকে সেইসময় অজয় ম্যাচ ফিক্সিং কান্ডে জড়িয়ে পড়েন তাই তার কেরিয়ার খারাপ হতে শুরু করেন। এইসময় মাধুরীর পরিবার অজয়ের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে চাননি। এই ঘটনার পর মাধুরির সঙ্গে আলাপ হয় ডাক্তার শ্রীরাম নেনের। ১৯৯৯ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। বর্তমানে দুই সন্তান নিয়ে মাধুরীর সুখী পরিবার।