মাত্র ১৬ বছর বয়সে মা হওয়া, তিন তিনবার বিবাহবিচ্ছেদ! শ্রাবন্তীর বাস্তব জীবন সিনেমাকেও হার মানাবে

অল্প বয়সে মা হওয়া থেকে শুরু করে তিন তিনবার বিবাহবিচ্ছেদ! তার জীবনকাহিনী হার মানাতে পারে যে কোনো সিনেমাকেও। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সম্পর্কে। খুব কম বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ‘মায়ার বাঁধন’ সিনেমায়।
যদিও নায়িকা হিসেবে বেশ কিছু বছর পর তাকে দেখা যায়। জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে অভিনেত্রীর মতে এরপরেই জীবনের সব থেকে বড়ো ভুলটি করে বসেন তিনি। কারণ, খুব কম বয়সেই বাড়ির অমতে গিয়ে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। এমনকি বছর ঘুরতে না ঘুরতেই জন্ম দিয়েছিলেন সন্তান ঝিনুকের।
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই বিরতি নিয়েছিলেন কর্মজগত থেকে। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন তিনি। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। দ্রুত তিনি জনপ্রিয়তা অর্জন করেন দর্শকদের মাঝে। তবে এর সাথে সাথে ব্যক্তিগত জীবনে শুরু হয় একের পর এক চড়াই-উতরাই।
স্বামী রাজীবের সাথে ঝামেলা শুরু হয় তার। এমনকি শোনা যায় তার ওপর নাকি শারীরিক অত্যাচার করতেন তার স্বামী। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। ছেলেকে নিয়ে একাই থাকতে শুরু করেন শ্রাবন্তী। দ্বিতীয়বার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল কৃশের সাথে। সেখানেও বিচ্ছেদ ঘটলে তিনি রোশন সিংকে বিয়ে করেন। যদিও সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটেছে।