প্রেম জমে ক্ষীর! আদৃতের জামা পরেই ক্যামেরার সামনে পোজ দিলেন ‘দিদিয়া’ কৌশম্বি

Advertisement

বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেতা হলেন আদৃত রায় (Adrit Roy)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই” (Mithai)-এ নায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। আর এই ধারাবাইকে আসার পর থেকেই তিনি হয়ে উঠেছেন বাংলার তরুণীদের বং ক্রাশ। তবে সম্প্রতি তাঁর শার্ট পড়ে কৌশম্বি (Kaushambi) সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই বেজায় চটেছেন মিঠাই ভক্তরা।

Advertisements

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে আদৃত রায় (Adrit Roy) এবং কৌশম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন। এছাড়াও, এর আগে শোনা গিয়েছিল আদৃত রায় পছন্দ করেন কৌশম্বিকে। তবে এই বিষয়ে তাঁরা একে অপরের কেউই মুখ খোলেননি। তাঁরা নিজেদেরকে বন্ধু বলেই দাবি করেছেন। তবে সম্প্রতি আদৃত অর্থাৎ সিডের শার্টের মতো হুবহু দেখতে একই রকম শার্ট পড়ে সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করেছেন কৌশম্বি। আর তা দেখেই জল্পনা বেড়েছে নেটজনতার।

Advertisements

প্রসঙ্গত, বাংলা তরুণীদের বং ক্রাশ আদৃত রায়। ফলেই তাঁর সমস্ত কিছুই নখ দর্পণে থাকে নেটজনতার। ফলে কৌশম্বির এই শার্ট পরা ছবিটিও নজর এড়ালো না নেটজনতার আর এই ছবির কারণেই কটাক্ষের সম্মুখীন হলেন কৌশম্বি (Kaushambi)।

কে এই কৌশম্বি? কৌশম্বি হলেন “মিঠাই” ধারাবাহিকে সিদ্ধার্থের পিসতুতো দিদি। প্রসঙ্গত, জানা গিয়েছে কয়েকদিন ধরেই পায়ের চোট পাওয়ার ফলে ধারাবাহিকের। দেখা যাচ্ছে না আদৃতকে। বিশ্রামে রয়েছেন তিনি। এর মাঝে কৌশম্বিকে আদৃতের শার্ট পড়ে থাকতে দেখে আলোচনা তুঙ্গে ওঠে নেটদুনিয়ায়। সেই ছবির কমেন্টে আসে নানারকম মন্তব্য।

কেউ প্রশ্ন করেন কৌশম্বির চর্চিত প্রেমিক যখন শয্যাশায়ী অবস্থায়, তখন সেই সুযোগেই কি তাঁর জামা পড়লেন কৌশম্বি (Kaushambi)? অন্যদিকে এইসব দেখে ক্ষুব্ধ হয়েছেন মিঠাই ভক্তরা। কারণ সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই শোনা যায় সিড ওরফে আদৃত (Adrit) এবং মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha)-র বাস্তবের সম্পর্ক একেবারেই ভালো নয়। তাঁরা একে অপরকে সহ্য করতে পারেন না। মিঠাই ভক্তদের দাবি, তৃতীয় ব্যক্তি হিসেবে তাঁদের মাঝে কৌশম্বি আসাতেই তাঁদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে।

Related Articles