‘শাহরুখকে কাছে পেলে চড় মারতাম’, পুত্রবধূ ঐশ্বর্যকে নিয়ে কুমন্তব্যে রেগে আগুন জয়া বচ্চন

বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন তা কে না জানে। ঐশ্বরিয়া রাইয়ের শ্বাশুড়ি হল জয়া বচ্চন তাও কারুর অজানা নয়। তবে ঐশ্বর্যর (Aishwarya Rai) কপাল বেশ ভালো। কেবল স্বামী অভিষেক বচ্চনের ভালোবাসাতেই সিক্ত নন তিনি, অভিষেকের বাবা-মা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও তাঁকে দিয়েছেন অফুরন্ত ভালোবাসা। ঐশ্বর্যর (Aishwarya Rai) নামে কেউ খারাপ মন্তব্য করলে তা মুখ বুজে সহ্য করতে নারাজ জয়া। এমনকি ঐশ্বর্যর জন্য শাহরুখ খানকেও চড় মারবেও বলেছিলেন জয়া। কিন্তু ঠিক কি হয়েছিল আসল ঘটনা?
সকলেই জানেন কিং খানের সঙ্গে জয়া বচ্চনের বেশ ভালোই সম্পর্ক। শাহরুখ খানকে নিজের ছেলে বলেই মনে করে জয়া বচ্চন। কিন্তু সেলিব্রিটি হলেও সেও যে মানুষ, সহ্যের সীমা তারও যে পেরোয়। আর কেউ যদি তার নিজের ছেলের বউ সম্পর্কে খারাপ মন্তব্য করে তাহলেতো কথাই নেই।
শোনা গিয়েছিল একবার নাকি প্রকাশ্যে ঐশ্বর্য (Aishwarya Rai) কে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan) সেটা জানতে পারেন জয়া বচ্চন। কিং খান নাকি সেই ঘটনা ঘটিয়েছিল ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে। জয়া বচ্চনের বক্তব্য যদি শাহরুখ খান সেটা বচ্চন বাড়িতে করতেন তাহলে শাহরুখকে একটি চড় মারতেন তিনি।
যদিও পরবর্তীকালে শোনা যায় কিং খান নাকি ঐশ্বর্যকে অসম্মান করে কোনও কথাই বলেননি। আর পরবর্তীকালে জয়া বচ্চন সেটা জানতে পারায় তিনি বলেন, অমিতাভ পত্নী শাহরুখ খানের সঙ্গে কথা বলতে চান। আসল ঘটনাটা জানতে চান। তিনি শাহরুখ খানকে (Shahrukh Khan) বরাবর নিজের ছেলের মত ভালোবেসে এসেছেন। আর সেই ভালোবাসায় বিন্দুমাত্রও খামতি নেই।