Hiya Dey: হট প্যান্টে বাড়ির ছাদের উপর উদ্দাম নাচ হিয়ার, ‘পটল পুরো পেকে গেছে’ চরম কটাক্ষের শিকার অভিনেত্রী

বিনোদন জগতের বর্তমান সময়ের সেলিব্রেটিরা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত একটিভ আর তাই তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে চর্চা লেগে থাকে সবসময়ই। বিশেষত বর্তমানে টেলিজগতের অভিনেত্রীরাতো প্রায়সই খবরের শিরোনামে চলে আসেন। আর এদেরই মধ্যে একজন হিয়া দে। শিশু শিল্পী হিসাবেই টেলি জগতে পা রেখেছিলেন তিনি, বর্তমানে তিনি কিশোরী কিন্তু এত বছর পরেও তার দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে মনে রেখেছেন দর্শকরা। সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তিনি।
হিয়া দে এই নামটা ঠাউর করতে না পারলেও পটল কুমার গানওয়ালা’র পটলকুমার বললেই ৯০% মানুষ চিনেই যাবেন। একটা সময় পটলকুমার গানওয়ালা ধারাবাহিকের অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন হিয়া।
ইতিমধ্যে সিনেমায় পা-ও রেখে ফেলেছেন হিয়া তবে তার মাঝেও অনুরাগীদের জন্য সময় বের করতে ভোলেন না তিনি। মাঝেমধ্যেই তাদের সাথে শেয়ার করে নেন নিজের ফটো ও রিল ভিডিও। সম্প্রতি এইরকম একটি রিল ভিডিও শেয়ার করে নেওয়ার পর নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী। কটুক্তিতে ভরে উঠল তার কমেন্ট বক্স।
কালো হট প্যান্ট আর সাদা কালো টি-শার্টে এদিন লেন্সবন্দি হয়েছিলেন হিয়া। “চিটিয়া কলাইয়া”-র সুরে এদিন পা মেলাতে দেখা যায় তাকে। আর সেই ভিডিও পোস্ট করতে রে করে তেড়ে এসেছে নীতি পুলিশরা। কিশোরী বয়সে তার এমন বড়োদের মতোন অঙ্গভঙ্গি করে নাচ আদব কায়দা অনেকেই পছন্দ করেননি। কেউ লিখেছেন ‘পটল পুরো পেকে গেছে’, কেউ আবার তাকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে অনেকে প্রশংসাও করেছে আর তাই তো হেটার্সদের পাত্তা দেয় না এই খুদে তারকা।