আলিয়ার প্রতি হিংসার বসে এমন কাজ করলেন দীপিকা, রাগে ফুঁসছে নেটপাড়া

Advertisement

সোশ্যাল মিডিয়ায় তারকাদের ফ্যান পেজ থাকার পাশাপাশি থাকে ট্রোলিং পেজ। যেখানে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নানারকম ট্রোল করা হয়। আর সেই তালিকায় থাকে আলিয়া সহ অন্যান্য তারকারাও। আর সেই পেজ ফলো করেই আলিয়া (Alia) বিদ্বেষী হতে দেখা গেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে।

Advertisements

ইতিমধ্যে টুইটার হ্যান্ডেল থেকে @insjustice নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ওই ট্রোল পেজ ফলো করতে দেখা গেছে দীপিকা (Deepika)-কে। সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়।

Advertisements

বলি (Bolly) ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম দুই নায়িকা হলেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আলাদা সম্পর্ক রয়েছে এই দুই অভিনেত্রীর মধ্যে। তবে অন্যদিকে আলিয়ার স্বামী রনবীর কাপুর (Ranbir Kapoor)-এর প্রাক্তন প্রেমিকা হলেন দীপিকা। আর সেই সূত্রে বা অন্য কোনো কারণে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে দীপিকার আলিয়ার প্রতি বিদ্বেষ।

তবে এই দেখে অভিনেত্রী দীপিকা (Deepika)-কে আলাদাভাবে মেসেজ করে @dishaspovs নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। পরে বিষয়টি বুঝতে পেরে সরাসরি পদক্ষেপ গ্রহণ করেন দীপিকা। তবে তারই মাঝে এই ঘটনা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ফলে ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে নানান সমালোচনা শুরু করেন আলিয়া ভক্তরা। তবে পরবর্তীকালে সব বুঝতে পেরে নিজেই সে অ্যাকাউন্ট আনফলো করে দেন দীপিকা (Deepika)। তবে তারই মাঝে জানাজানি হয়ে যায় সবকিছু। আলিয়া ভক্তরা দাবি করেছেন বিতর্কিত হওয়ার কারণেই তিনি বাধ্য হয়েছেন এই অ্যাকাউন্ট আনফলো করতে। আর এই নিয়ে বর্তমানে সমালোচিত হচ্ছেন দীপিকা।

Related Articles