বিনোদনভাইরাল ভিডিও

DBD-র মঞ্চে দুর্দান্ত নেচে শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, বাঁশি বাজিয়ে সঙ্গ দিলেন মিঠুন (VIDEO)

সম্প্রতি এবার শ্রীদেবীর সাজে ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে মিঠুন চক্রবর্তীর সাথে নাচে মেতে উঠলেন সকলের পরিচিত দীপান্বিতা কুন্ডু! মঞ্চে সেই পুরনো আবহ তৈরি হয়ে গিয়েছিল। যে ভিডিও সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর ঠিক কতখানি রমরমা রয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

যেখানে মিঠুন চক্রবর্তীকে ‘মহাগুরু’র আসনে দেখা যায়। এবারের সিজনে বহু বছর পর সেই ‘মহাগুরু’ আসনে ফিরে এসেছেন তিনি। একইসাথে সেখানে মাঝেমধ্যেই অতিথি শিল্পী হিসেবে দেখা যায় দীপান্বিতা কুন্ডুকে। সেই দীপান্বিতা যাকে একসময় ‘পান্তা ভাতের কুন্ডু’ নাম দিয়েছিলেন মিঠুন। আজও তাদের মধ্যেকার রসায়ন একই রয়ে গিয়েছে।

যার ঝলক দেখা যায় এই শো’য়ের পর্বগুলি দেখেই। সম্প্রতি এবার সেখানেই শ্রীদেবীর একটি গানে নাচতে দেখা গিয়েছে মিঠুন এবং দীপান্বিতাকে। এদিন আসল গানের মতো পোশাক পরে নাচতে দেখা গিয়েছে দীপান্বিতাকে। অন্যদিকে আবার মিঠুন হাতে তুলে নিয়েছিলেন বাঁশি। তাদের এই যুগলবন্দী ভীষণই উপভোগ করেছেন সকলে।

এছাড়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই শুরু হয়েছে ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর নতুন সিজন। যেখানে বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী, এবং মৌনী রায়। এছাড়া সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সবমিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এই শো।