‘শাকচুন্নির মতো দেখতে…’, নোংরা বডি শেমিং নিয়ে যোগ্য জবাব দিলেন ‘মহানায়কে’র নাতবৌ

Advertisement

রোগা হন বা মোটা স্বাস্থ্যের জন্য থাকতে হবে ফিট, বডি শেমিং-এল বিরোধিতায় নামলেন দেবলীনা কুমার। টলিপাড়ার জনপ্রিয় দুই পরিচিত মুখ হল আবির চ্যাটার্জি (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবারে ‘ফাটাফাটি’ (Fatafati) ছবির মাধ্যমে জুটি বাঁধছেন ঋতাভরী-আবির। যে ছবিতে দেখা যাবে আবির-ঋতাভরীর কেমিস্ট্রি। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে। তবে এই ছবির মধ্যে রয়েছে এক প্রতিবাদের লড়াই। প্রত্যেক ছবির মতো এই ছবির মাধ্যমেও এক বার্তা পাবে দর্শকগণ।

Advertisements

বর্তমানে চলছে এই ছবির শেষ মুহূর্তের প্রচার পর্ব। মূলত বডি শেমিং-এর বিরোধিতাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ইতিমধ্যে এই ছবির সাথে যুক্ত তারকারা সোশ্যাল মিডিয়ায় এই ছবি সম্পর্কে তাঁদের ব্যক্তিগত জীবনের মতামত জানিয়েছেন। তবে এবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি সম্পর্কে নিজের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Debolina Kumar)। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী দেবলীনা কুমার (Debolina Kumar)।

Advertisements

যার মধ্যে একটি ছবি বেশ অনেক দিনের পুরোনো এবং আরেকটি ছবি বর্তমানের। এই ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, তিনি যখন স্বাস্থ্যবান ছিলেন তখন তাঁকে গোলগাল, ওয়ার্ক আউট করার প্রয়োজন, বয়সের থেকে বেশি বড় লাগে এসব নানা ধরনের কথা শুনতে হতো। এর পাশাপাশি তিনি আরো লেখেন যে, যখন তিনি কঠোর পরিশ্রমের পর রোগা হলেন তখন তাঁকে শুনতে হয় তিনি এত রোগা কেন? তাঁকে আগেই দেখতে সুন্দর ছিল, এখন শাকচুন্নির মতো দেখতে লাগছে।

আরো নানান রকম মন্তব্য করে দেবলীনা কুমারকে নিয়ে। তবে এবার এই বডি শেমিং-এর বিরুদ্ধে সরব হলেন দেবলীনা কুমার (Debolina Kumar)। তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, আমজনতার কাছে কেউ কখনোই ভালো হতে পারবে না। রোগা হলেও তারা মন্তব্য করবে আবার মোটা হলেও তারা মন্তব্য করবে। সুতরাং তাঁর সংযোজন, মানুষ যে যেটাতে খুশি থাকতে চায় সে সেরকম স্বাস্থ্য নিয়েই থাকুক। তাই তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, তিনি এমন এক পরিবারে থাকেন যেখানে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা মেনে চলা হয়। তাই কে কি বলল কে কি ভাবলো সেই সব কথা না ভেবে রোগ থেকে দূরে থাকুন এবং স্বাস্থ্যের জন্য ফিট থাকুন।

Related Articles