গভীর প্রেম থাকা সত্ত্বেও পরিণতি পায়নি বিয়েতে! রচনার জীবনের প্রথম নায়কের পরিচয় জানলে চমকে যাবেন

Advertisement

তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, বর্তমানে যদিও বড়োপর্দার সাথে যুক্ত নন। তবে ছোটপর্দার মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকিভাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী রচনা ব্যানার্জির সম্পর্কে। দীর্ঘদিন তিনি টলিউডের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়্যালিটি শো সঞ্চালনা করেন।

Advertisements

যার মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে বিপুল পরিমাণে। অন্যদিকে এক সন্তানকে একাই বড়ো করছেন তিনি। স্বামী প্রবাল বসুর সাথে থাকেন না অভিনেত্রী অথচ বিচ্ছেদও করেননি তিনি। আসলে ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি। অন্যদিকে আপনি জানলে অবাক হবেন প্রবাল বসু কিন্তু তার জীবনের প্রথম প্রেম নন!

Advertisements

শোনা যায়, আগেও একবার প্রেমে পড়েছিলেন তিনি। যিনি ওড়িশি সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। হয়তো অনেকেই জানেন ওড়িশি সিনেমার মাধ্যমেই কেরিয়ার শুরু করেছিলেন রচনা। তাদের জুটি ভীষণই পছন্দ করতেন দর্শকেরা। এমনকি তাদের রসায়ন এতোটাই গভীর ছিল যে সকলে মনে করতেন গোপনে বিয়ে করেছেন তারা।

যদিও এ বিষয়ে দু’জনে জানিয়েছেন এরকম কোনো কিছু হয়নি। এরপর প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। যদিও স্বামীর সাথে সুখে সংসার করতে পারেননি তিনি আবার বিচ্ছেদ হয়নি। কারণ, তারা দু’জন কখনোই চাননি তাদের ছেলে প্রণীলকে ‘ডিভোর্সী’ মায়ের সন্তান তকমা দেওয়া হোক। সেই কারণে এখনো পর্যন্ত বিয়ে টিকিয়ে রেখেছেন তারা দু’জন।

Related Articles